জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্য়ারিস অলিম্পিক্সে পদক পাচ্ছেন না  ভিনেশ ফোগাট! সরকারিভাবে রায় ঘোষণা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তারকা কুস্তিগীরের আবেদন খারিজ হয়ে গিয়েছে। সূ্ত্রে খবর তেমনই।

আরও পড়ুন:  Hardik Pandya Dating Update: হদয়ের আকাশে চক্কর কাটছেন তিনি! ব্রিটিশ বোমারু বিমানের হানায় হার্দিকের হিল্লোল

অলিম্পিক্স স্বপ্নভঙ্গ। সোনা না হোক, কু্স্তিতে ৫০ কেজি বিভাগে রুপো তো পেতেনই ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি! সেই কারণে ফাইনালে বাতিল ঘোষণা করা হয় ভারতের এই কুস্তিগীরকে। এরপরই সুবিচারে আশায় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (Court of Arbitration for Sport) ওরফে সিএএসের (CAS)বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ। 

১০ অগাস্ট রায় ঘোষণা কথা থাকলেও, তা পিছিয়ে যায়। ফের রায়দান পিছিয়ে যায় মঙ্গলবার। সেদিন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় রায় জানানো হবে। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। যদিও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করলেই যে  বিনেশ রুপো পাবেন, এমন প্রত্যাশা কারওরই ছিল না। বরং আবেদন খারিজ হওয়ার আশঙ্কাই করেছিলেন অনেকেই।

আরও পড়ুন:  Hockey India | PR Sreejesh: কিংবদন্তির সম্মানেই অস্তাচলে ১৬ নম্বর, ‘দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’ই এবার ভারতের কোচ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *