জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমদিবসে মুক্তি পেল মার্ভেল স্টুডিয়োর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড'(Captain America: Brave New World)। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অ্যান্থনি ম্যাকি (Anthony Mackie)অভিনয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ম্যাকি এমন এক ব্রেকিং নিউজ দিয়েছেন, যা বলিউড অনুরাগীদের চমকে দিয়েছে। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, পরবর্তী অ্যাভেঞ্জার হিসেবে তিনি বলিউডের কোন দেখতে চাইবেন। অ্যান্থনি ম্যাকি বিন্দুমাত্র কালবিলম্ব না করে বলিউড বাদশা শাহরুখ খানের নাম (Shah Rukh Khan) বলেছেন।
আরও পড়ুন: ‘পরের জন্মে তোমার হৃদয়…’ V-Day-তে জ্যাকুলিনকে প্লেন উপহার জেলবন্দি প্রেমিকের!
মার্ভেল মহাবিশ্বে তাহলে মেগাচমক! এবার কি শাহরুখ পরবর্তী অ্যাভেঞ্জার? পর্দার ‘ক্যাপ্টেন আমেরিকা’ কিং খানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার মনে হয় শাহরুখ খান বেস্ট’। আর এই কথা শুনে শাহরুখ ভক্তদের আর তর সইছে না। তাঁরা অ্যাভেঞ্জার টিমে বলিউদ বাদশাকে দেখতে মুখিয়ে রয়েছেন
শাহরুখের বিশ্বজোড়া খ্যাতিই তাঁকে বাকি খানদের থেকে আলাদা করে। আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে শাহরুখের সংযোগ আলাদা মানের। ‘পাঠান’, ‘জওয়ান’ দেখিয়ে দিয়েছে শাহরুখ অ্যাকশনেও বলে বলে চার-ছক্কা হাঁকাতে পারেন। শাহরুখের ‘লার্জার-দ্য়ান-লাইফ’ স্ক্রিন প্রেজেন্স মার্ভেল মহাবিশ্বের সঙ্গে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে ফিট করে। এই কথা বলার কোনও অপেক্ষা রাখে না।
মার্ভেলের সঙ্গে শাহরুখ নাম যুক্ত হয়েছিল আজ থেকে সাত বছর আগেও। ২০১৮ সালে মার্ভেলের তৎকালীন ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্টিফেন ওয়াকার। তিনি বলেছিলেন যে, শাহরুখকে ভারতীয় সুপারহিরোর চরিত্রে ভাবছেন তাঁরা । তিনি উল্লেখ করেছিলেন যে মার্ভেল ইউনির্ভাসকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে বলিউডের শাহরুখের চেয়ে বড় কোনও তারকা নেই।
হলিউডের থেকে প্রস্তাব পাওয়ার প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘ভারতীয় দর্শকরা আমাকে যে মর্যাদা দিয়েছেন, তার যোগ্য হলিউডের এমন কোনও ছবির প্রস্তাব আমাকে কখনও দেওয়া হয়নি।’ মার্ভেলে দক্ষিণ এশিয়ার অভিনেতাদের ভিতর কুমাইল নানজিয়ানিকে ‘এটার্নালস’-এ পাওয়া গিয়েছে। ‘মিস মার্ভেল’ দেখেছে ইমান ভেলানিকে। যদি মার্ভেল কখনও কোনও ভারতীয় সুপারহিরো নিয়ে ছবি করার কথা ভাবে, তাহলে শাহরুখই হবেন সেরা পছন্দ।
আরও পড়ুন: ওয়ে লাকি, লাকি ওয়ে! সেন বাড়ির সুস্মিতার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ললিতের জীবনে নয়া বসন্ত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)