Calcutta Medical College Hospital: কলকাতা মেডিক্য়াল কলেজকে সেরার স্বীকৃতি কেন্দ্রীয় সংস্থার! মিলল অনুদানও….

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো:  রাজ্যের সেরা চিকিত্‍সা গবেষণা কেন্দ্র! কলকাতা মেডিক্যাল কলেজকে এবার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা  ইন্ডিয়ান কাউন্সিলর ফর মেডিক্যাস মেডিক্যাল রিসার্চ বা ICMR। সঙ্গে  ১‍ কোটি ২৫ লক্ষ টাকা অনুদানও। দ্বিতীয় স্থানে এসএসকেএম।

আরও পড়ুন:  Bus QR Code: বাসে এবার QR কোড! যাত্রী সুরক্ষায় পরিবহন দফতরের অভিনব উদ্যোগ…

আরজিকর, এসএসকেএম কিংবা এনআরএস টপকে রাজ্যের সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। শহরের স্বনামধন্য বাকি তিন সরকারি মেডিক্যাল কলেজকে গবেষণার প্রশিক্ষণ নিতে হবে কলকাতা মেডিক্যাল কলেজে। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হবে ICMR গবেষণা সংক্রান্ত ওয়ার্কশপও। কবে? ১২ থেকে ১৪ ই ডিসেম্বর।

২০১৪ সালে চিকিত্‍সা গবেষণা উত্‍সাহ দিতে  মেডিকেল রিসার্চ ইউনিট প্রকল্প চালু করে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় রয়েছে  সারাদেশের ১২৫ চিকিৎসা প্রতিষ্ঠানে। প্রতিটি প্রতিষ্ঠানকেই গবেষণার জন্য ১০ কোটি টাকা অনুদানও দেওয়া হবে।

কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী জানান, ‘মেডিক্যাল কলেজে আইসিএমআর অনুমোদিত রিসার্চ ইউনিট রয়েছে। প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে ইউনিটটি কাজ করছে। সার্বিকভাবে পারফরম্যান্সটা অনেকগুলি বিষয়ের উপরে দাঁড়িয়ে। ICMR ঠিক করে, গবেষণার গুণমান, গবেষণাপত্রগুলি প্রকাশিত হচ্ছে কিনা,  প্রকাশিত হলে কীরকম জায়গায় প্রকাশিত হচ্ছে। দেশি না আন্তর্জাতিক। এই সমস্ত জায়গায় মেডিক্যাল কলেজের পারফরম্যান্স খুব ভালো। আমাদের অনেক আর্থিক সাহায্যও দেয়। অনেক যন্ত্রপাতি চলে এসেছে। বিভিন্ন বিভাগের যাঁরা নতুন নতুন গবেষক ও ডাক্তারবাবু হতে চান, তাঁরা আসছেন’। সুপারের মতে, ‘মেডিক্যাল কলেজে রিসার্চের একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। ICMR সেটাকেই স্বীকৃতি দিল’।

আরও পড়ুন:  Kunal Ghosh| Bangladesh: চার দিনে কলকাতা দখল! ভয়ে ঠকঠক করে কাঁপছি, ফোর্ট উইলিয়ামে এসে দাঁড়িয়ে আছি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours