NOW READING:
‘এখন নির্বাচনের লড়াইটা তৃণমূলের সঙ্গে…..’ কী বললেন জয়প্রকাশ মজুমদার?
November 23, 2024

‘এখন নির্বাচনের লড়াইটা তৃণমূলের সঙ্গে…..’ কী বললেন জয়প্রকাশ মজুমদার?

‘এখন নির্বাচনের লড়াইটা তৃণমূলের সঙ্গে…..’ কী বললেন জয়প্রকাশ মজুমদার?
Listen to this article



<p>ABP Ananda Live: ‘বিজেপি শোচনীয়ভাবে পরাজিত। অনেক জায়গায় তারা দ্বিতীয় স্থানও পাইনি। যারাই দ্বিতীয় স্থান পেয়ে থাকুক না কেন তারা তৃণমূলের ধারের কাছে আসেনি। এখন নির্বাচনের লড়াইটা তৃণমূলের সঙ্গে আর কারোর নয় , লড়াইটা হল কে প্রথম স্থান পেল , কে দ্বিতীয় স্থান পেল তার ওপর’, মন্তব্য জয়প্রকাশ মজুমদারের&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>আরও খবর, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই, মাদারিহাট। আজ রাজ্য়ের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা। মহারাষ্ট্রের মসনদে কে? ঝাড়খণ্ড কার? আজ রেজাল্ট আউট। ১৫টি রাজ্যে ৪৮ আসনে উপনির্বাচনের গণনা। রাহুলের আসন ধরে রাখতে পারবেন প্রিয়াঙ্কা? ২ লোকসভা আসনেও ফল ঘোষণা। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে থাকবেন মন্ত্রী-সাংসদরাও। জাতীয় রাজনীতিতে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। কলকাতা পুলিশে রদবদল। মুচিপাড়ার নতুন ওসি সৌম্য ঠাকুর। লেদার কমপ্লেক্স থানার দায়িত্বে দীপঙ্কর বিশ্বাস। কলকাতা পুলিশের ৫ ইনস্পেক্টর পদে রদবদল। লিশমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার কুণালের পুলিশ-শাসন!&nbsp;</p>



Source link