কলকাতা: দোকান আড়াল করে দুর্গা মণ্ডপের ত্রিপল লাগানো হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন ওই দোকানের মালিক। তার জেরে ওই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল লেকটাউনের কাছে অবস্থিত দমদম পার্ক ভারতচক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে (Dum Dum Park Bharat Chakra)। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘শুধু ভোটের সময় আসে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, ক্ষতিপূরণেও বঞ্চনার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটি যেখানে পুজোর মণ্ডপ তৈরি করেছে সেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। তার মধ্যে একটি দোকান মণ্ডপের ত্রিপল লাগানোর ফলে পুরো ঢাকা পড়ে গেছে বলে অভিযোগ। ওই দোকানের মালিক এইভাবে মণ্ডপের ত্রিপল লাগানোর প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করার অভিযোগ উঠেছে দমদম পার্ক ভারত চক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে। ত্রিপল খুলতে বলায় ওই ব্যবসায়ীর দোকানে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়টি লেকটাউন থানায় দমদম পার্ক ভারতচক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুন: Sukanta Majumdar: গাড়ি হাঁকিয়ে বন্যা দেখতে গেলেও নামমাত্র ত্রাণ বিলির অভিযোগ, ডেবরায় সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ
এদিকে উল্টে প্যান্ডেল কর্মীদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। পাশাপাশি দমদম ভারত চক্রের যুগ্ম সম্পাদকের দাবি, ওই দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তাঁকে মারধর করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, দমদম পার্ক ভারতচক্র। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো। প্রতিবার মণ্ডপ সজ্জায় বিশেষ ভাবনার সাক্ষর রাখে এই পুজো কমিটি। ২০২১ সালে দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন, যা ফুটিয়ে তুলতেই প্যান্ডেলের একাংশে করা হয়েছিল জুতোর ইনস্টলেশন। পুজোর মুখে তাই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে শৈল্পিক ভাবনায় ও অনন্যতায় তা মন কে়ড়ে নেয় দর্শকদের। আর এবার পুজো শুরুর আগেই প্যান্ডেল নিয়ে একজন ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন: Doctors Protest: ‘সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা’, কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
আরও দেখুন