বাইশের যশস্বীর স্পর্ধাকে দরাজ সার্টিফিকেট দিলেন গাওস্কর
পারথ: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2024) প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নিজের প্রথম অস্ট্রেলিয়া সফর। আর সেখানে প্রথম ম্য়াচেই শতরান। তরুণ বাঁহাতি ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। অস্ট্রেলিয়ার তারকাখচিত বোলিং লাইন আপকে যেভাবে শাসন করেছেন ২২ বছরের যশস্বী, তা দেখে মুগ্ধ লিটল মাস্টার। দ্বিতীয় দিনে ৯০ রান করে অপরাজিত ছিলেন জয়সওয়াল। তৃতীয় দিনে যখন তিনি আউট হচ্ছেন, নামের পাশে জ্বলজ্বল করছে ১৬১ রান। হাঁকিয়েছেন ১৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ১৭২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তার আগে জয়সওয়াল।
গাওস্কর দিনের খেলা শেষে বলছেন, ”এই ছেলেটা সত্যিই আলাদা সবার থেকে। ও কোথা থেকে উঠে এসেছে, তা দেখলেই বোঝা যায়। যেভাবে চাপ কাঁধে নিয়ে ব্যাটিং করছে, তা সত্যিই অনবদ্য। এটা সবার পক্ষে অত সহজ নয়।” সানি আরও বলেন, ”ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ৭০০ রান ঝুলিতে পুরেছিল ও। তার মধ্যে দুটো দ্বিশতরানের ইনিংসও ছিল। ওকে দেখলেই বোঝা যায় কতটা ক্ষুধার্ত জয়সওয়াল। বেশি বেশি করে রান করতে চায় ও। অনেকেই শতরান নিয়ে ভাবে, কিন্তু আমার মনে হয় দেড়শো বা দুশোর করার লক্ষ্যেই সবসময় ঝাঁপায় জয়সওয়াল।”
বিশ্বজয়ী কিংবদন্তি ভারতীয় ওপেনার মনে করেন, ”একজন বাঁহাতি ব্যাটার সবসময় টপ অর্ডারে সমস্যা তৈরি করে বোলারদের জন্য। অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ডের বোলারদেরও চাপে ফেলে দিয়েছে জয়সওয়াল।”
ভারতের হয়ে দিনের শুরুটা করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। বিনা উইকেটে ১৭২ রান থেকে দিনের শুরুটা করেন দুই ভারতীয় ওপেনার। দুই তারকাই শুরু থেকে বেশ আগ্রাসী মেজাজেই ব্যাটিং করেন। গতকালল ৯০ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন যশস্বী। নিজের প্রথম টেস্ট খেলছেন অস্ট্রেলিয়াতে। সেই ম্যাচেই শতরানের হাতছানি, সাধারণত যে কোনও তরুণ তুর্কিরই একটু নার্ভাস থাকার কথা। কিন্তু বিন্দুমাত্র তেমনটা দেখা গেল না। হ্যাজেলউডের বলে আপার কাটে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করাটা সেই আত্মবিশ্বাসেরই পরিচয় দেন। এক দশক আগে এই ম্যাচে যশস্বীর ওপেনিং পার্টনার কেএল রাহুল সিডনিতে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল অজ়িভূমে কোনও ভারতীয় ওপেনারের শেষ সেঞ্চুরি। তার এক দশক পর আবারও কোনও ভারতীয় ওপেনার সেঞ্চুরি করলেন।
আরও দেখুন