<p>ABP Ananda Live: ফের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘মন্দিরে পরপর হামলা, চুরি বরদাস্ত নয়, নেপথ্যে কে খুঁজে বার করুক প্রশাসন’। পূর্ব মেদিনীপুরের গণপতিনগরের সভা থেকে দাবি বিরোধী দলনেতার। </p>
<p> </p>
<p><strong>হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের</strong></p>
<p>হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। ‘মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা’, এটা কেবল ব্যর্থতা নয় – এটি অপরাধমূলক অবহেলা!’ ‘বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'</p>
Source link
‘মন্দিরে পরপর হামলা, চুরি বরদাস্ত নয়’, ফের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক শুভেন্দুর
