মসনদের দৌড়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প, চাঙ্গা ভারতের শেয়ার বাজার সূচক

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:4 Minute, 19 Second


কলকাতা : হোয়াইট হাউস কার ? প্রাথমিক ট্রেন্ড বলছে, ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে কমলা হ্যারিসকে পিছনে ফেলেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মুলুকের এই নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে চাঙ্গা ভারতের শেয়ার বাজার সূচক। ৮০ হাজার ছাড়িয়েছে সেনসেক্স সূচক।

বাজার খোলার শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। সেনসেক্স ৬১০ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ৮০,০৮৭.৩৫-এ লেনদেন করে। একই সময়ে ঊর্ধমুখী ছিল নিফটিও। ১৮০ পয়েন্ট (০.৭৪ শতাংশ বেড়ে) ২৪,৩৯৩.৪০-এ লেনদেন করে এই সূচক।

রিয়েলিটি, মিডিয়া, এনার্জি, প্রাইভেট ব্যাঙ্ক ও পরিকাঠামো ক্ষেত্রের স্টকগুলিতে কেনার প্রভাব দেখা দেয়। বাজার খুলতেই National Stock Exchange (NSE)-তে ১,৮২০ স্টক সবুজে ট্রেড করে। লাল তালিকায় ছিল ৪৪৯টি স্টক। Nifty ব্যাঙ্কের সূচক ছিল ৫২, ২৮৯.৭৫ পয়েন্টে। উত্থান ৮২.৫০ পয়েন্ট। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ৪৭৪.৪৫ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বৃদ্ধির পরে ৫৬,৫৮৯.৯০ – এ ট্রেড করেছে। নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১৪৮.২৫ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে ১৮,৬৫১.৭০- এ ছিল।

সেনসেক্স সূচকে ঊর্ধ্বমুখী ছিল, এইচসিএল টেক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স, টেক মাহিন্দ্রা, মারুতি, সান ফার্মা এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। নিম্নমুখী টাইটান, টাটা স্টিল, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, টাটা মোটরস এবং এসবিআই।

বাজার বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার বাজারে যেভাবে ঘুরে দাঁড়ানোর প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, তা গত কয়েকদিনের নিম্নমুখী প্রবণতাকে থামানোর ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। তাঁদের মতে, মার্কিন নির্বাচন সংক্রান্ত ইস্যু এবং কার্যকলাপ কয়েক দিন স্থায়ী হবে, তারপরে অর্থনৈতিক মৌলিক বিষয়গুলি বাজারের প্রবণতার দিক নির্ধারণ করবে।

এশিয়ায় জাকার্তা, সাংহাই এবং টোকিওর স্টক মার্কেটগুলি লেনদেন করে ঊর্ধ্বমুখী হয়ে। অন্যদিকে সিওল, ব্যাঙ্কক এবং হংকংয়ের বাজারগুলি প্রাথমিক বাণিজ্যে নিম্নমুখী ট্রেন্ডে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন শেয়ারবাজার গতকাল উর্ধ্বমুখী হয়েই বন্ধ হয়।

মার্কিন মুলুকের ভোটের খবর

এদিকে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে পিছনে ফেলে মার্কিন মসনদ দখলের দৌড়ে এগিয়ে গিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ২২৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। ম্যাজিক ফিগার পার করেছেন ট্রাম্প। এখনও পর্যন্ত ২৭৭ টি ইলেকটোরাল ভোট তাঁর দখলে। ফলে আরও একবার হোয়াইট হাউস দখল রিপাবলিকানদের। জয়ের পরে প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে অ্যামেরিকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যামেরিকানদের পরিবার ও অধিকার রক্ষার স্বার্থে লড়াই করবেন বলে জানিয়েছেন।  

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *