ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ-কাণ্ডে দুই অভিযুক্তের মাথা পিছু এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল এনআইএ। দুই অভিযুক্ত ২০২০ সাল থেকে নিরুদ্দেশ। সন্ধান পেতে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায় তাঁদের বাড়ি ও আশেপাশের এলাকায় এই রঙিন পোস্টার সাঁটানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ২০ সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের উড়ে যায় তার মাটির দোতলা বাড়ির টিনের চালা৷ ঘটনার সময় ঘরে কেউ ছিল না, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ অভিযোগ বাড়িতে বোমা মজুদ করে রাখা হয়ে ছিল। সেই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ২০২০ সালে তারা তদন্ত শুরু করে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণে NIA-র চার্জশিট একাধিক বিস্ফোরক দাবি তোলা হয়েছে ।’রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা’। ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র। ‘বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি’। যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত NIA, তার বিরুদ্ধে চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার NIA-চার্জশিটে ৬জনের নাম। NIA-চার্জশিটে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি, তৃণমূলকর্মী মনোব্রত জানা। NIA-চার্জশিটে তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই ।
আরও পড়ুন, CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..
২০২২ সালের ২ ডিসেম্বর, ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। ২ ডিসেম্বর, ২০২২: তৃণমূল নেতা রাজকুমার মান্না-সহ ৩জনের মৃত্যু। বিস্ফোরণের পরেই ৩ ডিসেম্বর পুলিশের FIR, ছিল না বিস্ফোরক আইনের ধারা । ২১ মার্চ, ২০২৩: বিস্ফোরক আইন যোগ করতে বলে হাইকোর্ট । ২১ মার্চ, ২০২৩: কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে NIA, জানিয়ে দেয় হাইকোর্ট। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় তদন্ত শুরু করে NIA। ২০২৪ সালের ৬ এপ্রিল, বিস্ফোরণের তদন্তে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত NIA। ৬ এপ্রিল, ২০২৪: NIA-র গাড়ি ভাঙচুর, আক্রান্ত আধিকারিক। ২০২৪ সালের ৬ এপ্রিল, জেরার জন্য ২ তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় হামলা হয়। এরপরেই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে NIA ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন