২০২৪ সালে এই ৬ মিউচুয়াল ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, ২৫’-এ কী হবে ?

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:4 Minute, 34 Second


 

Investment: মিউচুয়াল ফান্ডে (Mutual Funds) বিনিয়োগকারীদের (Investment) ক্ষেত্রে ২০২৪ সাল ছিল দারুণ বছর। চলতি বছরেই ৮০ শতাংশ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডগুলি থেকে রিটার্ন (Return) পেয়েছেন ইনভেস্টাররা। ভ্যালুর ভিত্তিতে এই ফান্ডগুলি দিয়েছে দারুণ লাভ (Profit)। জেনে নিন, কোন-কোন ফান্ডের নাম রয়েছে এখানে।

1. Mirai Asset NYSE FANG+ ETF FoF
চলতি বছরে দারুণ রিটার্ন দিয়েছে  Mirai Asset মিউচুয়াল ফান্ড। সারা বছরে এটি বিনিয়োগকারীদের ৮৭.২৬ শতাংশ। এগুলি এক ধরনের ‘ফান্ড অফ ফান্ডস’ যা সরাসরি মার্কেটে বিনিয়োগ করে না। Facebook, Apple , Amazon -এর মতো শীর্ষ টেক কোম্পানিগুলিতে বিনিয়োগ করে এই ফান্ড। যার সুবিধা তুলেছেন ইনভেস্টাররা। 

2. Mirai Asset S&P 500 Top 50 ETF FoF
রিটার্নের ভিত্তিতে মিরাই অ্য়াসেটের এই ফান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। যেখানে বিনিয়োগকারীরা ৬৭.৬৫ শতাংশ রিটার্ন পেয়েছেন। এই মিউছুয়াল ফান্ড আমেরিকার S&P 500 index-এ নিজেদের টাকা খাটায়। এই সূচকে কোম্পানিগুলির অসাধারণ সাফল্য়ের কারণেই দুরন্ত গতি নিয়েছে এই ফান্ড। 

3. Mirai Asset NYSE FANG+ ETF
তৃতীয় স্থানে রয়েছে মিরাই অ্যাসেটের এই ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) বিনিয়োগকারীদের ৬২.৭২ শতাংশ রিটার্ন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ টেকনো স্টকে বিনিয়োগ করেছে ফান্ড। যার ফলস্বরূপ বড় লাভের মুখ দেখেছে বিনিয়োগকারীরা।

4. Motilal Oswal Midcap Fund
এই তালিকায় চার নম্বরে রয়েছে মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড। চলতি বছরে এই ফান্ড ৬১.৯৩ শতাংশ রিটার্ন দিয়েছে। মিড ক্যাপ সেক্টরে দুরন্ত রিটার্নের কারণে ভাল লাভ পেয়েছে এই ফান্ড। এট আসলে এটি মিডক্য়াপ ফান্ড, যাতে ইনভেস্টাররা ২০২৪ সালে দারুণ রিটার্ন পেয়েছে। 

5.LIC MF Infrastructure Fund
রোড, রেল ও পাওয়ার প্রোজেক্টে ইনভেস্ট করে এই ফান্ড। দেশের ক্রমবর্ধমান পরিকাঠামো শিল্পের উন্নতি এই ফান্ডকে গতি দিয়েছে। যার ফলে পঞ্চম স্থানে এসেছে এই ফান্ড। বিনিয়োগকারীরা ৫৯.৩২ শতাংশ পেয়েছেন এই মিউচুয়াল ফান্ড থেকে।

6. HDFC Defence Fund
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে দারুণ লাভের মুখ দেখেছে এই মিউচুয়াল ফান্ড। ৫৫.৪৫ শতাংশ চলতি বছরে রিটার্ন দিয়েছে এই ফান্ড। ভারত সরকার ডিফেন্স সেক্টরে গুরুত্ব দেওয়ার ফলেই এই ফান্ড ভাল লাভ পেয়েছে।  ওপরের এই ৬ ফান্ড আগামী বছরও তাদের গতি ধরে রাখতে পারবে কিনা তা সময়ই বলতে পারবে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Wedding Card Scam: এবার বিয়ের কার্ডে প্রতারণার ফাঁদ, মারাত্মক ক্ষতি হতে পারে আপনার !

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *