<p>ABP Ananda Live: অশান্ত মুর্শিদাবাদ। প্রতিবাদের আঁচ এবার কলকাতায়। মুর্শিদাবাদে আক্রান্তদের নিয়ে ভবানীভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের কলকাতায় এনে DGP-র সাক্ষাৎ চেয়ে শুরু হয়েছে অবস্থান। সেখানে অবস্থানে বসেই মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধলেন সুকান্ত।মালদার বৈষ্ণবনগরের ত্রাণশিবিরি থেকে মুর্শিদাবাদের যেসব আক্রান্ত এসেছেন তাঁদের নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রয়েছেন সুকান্ত মজুমদার-সহ অন্যরা। তাঁদের বক্তব্য, ডিজি আক্রান্তদের মুখ থেকেই তাঁদের অভিজ্ঞতার কথা শুনুন। তাঁদের অভিযোগ, ডিজি ঘটনাস্থলে যাননি। তিনি সেখানে গেলে এই পরিস্থিতি হত না। এই পরিস্থিতিত এদিন আক্রান্তদের মুখ থেকে সব কথা শোনানোর লক্ষ্যে ভবানীভবনের সামনে পৌঁছে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু, দীর্ঘক্ষণ ডিজির সঙ্গে তাঁদের দেখা না হওয়ায় গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে অবস্থানে বসে রয়েছেন মুর্শিদাবাদের আক্রান্তরাও। ৪০ মিনিটের বেশি সময় ধরে সেখানে রয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যতক্ষণ না ডিজি এসে আক্রান্তদের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তাঁরা নড়বেন না। </p>
Source link
কলকাতায় এলেন মুর্শিদাবাদে ঘরছাড়ারা, আক্রান্তদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত
