ABP Ananda Live: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের মিছিল, একই পথে তৃণমূলের জোড়া মঞ্চ, শাসক-বিরোধী জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। উঠল চোর, গো ব্য়াক স্লোগান। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেন বিজেপি কর্মীরাও। আর এদিনের অশান্তি নিয়ে মারাত্মক অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, পুরোটাই একটা ট্র্য়াপ। ২৬-এ বিধানসভা ভোটের আগে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। পাল্টা তৃণমূলের বক্তব্য়, শুভেন্দু অধিকারীকে খুনের ছক কষে কী হবে? এরইমধ্য়ে, ২৭ তারিখ বারুইপুর SP অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি।
এও যেন এক জয়। কিন্তু চোখের জলে। যে জয়ে আনন্দ হয় না, বরং আরও একটু ফাঁকা হয়ে যায় বুকের ভিতরটা, এই অনুভূতি যেন তেমনই। নাহলে কি আর নিজের মেয়ের মৃত্যুর শংসাপত্র কোনও বাবা মায়ের পাওনা হতে পারে? কিন্তু এই শংসাপত্রের জন্যই তো গত কয়েকটা মাস বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন হতভাগ্য বাবা মা। আবেদন করেছেন। ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন অফিসে, কিন্তু সুরাহা মেলেনি। অবেশেষে ডেথ সার্টিফিকেট পেল আরজি কর কাণ্ডে প্রয়াত চিকিৎসক তরুণীর পরিবার। সময় লাগল, ৭ মাস।
আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর। ৯ অগাস্ট, ২০২৪, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের সেই ঘটনা আজও ভুলতে পারেনি গোটা দেশ। আর সেই ঘটনায় অভয়া অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবার মেয়ের ডেথ সার্টিফিকেট পায়নি। মানুষ বিচারের দাবিতে পথে নেমেছে বারে বারেই। গর্জে উঠেছে কলকাতা, বলেছে ‘উই ওয়ান্ট জাস্টিজ’। এখনও কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ে অভয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল। তবে সেই মিছিলের রোষ কিছুটা স্থিমিত। কেটে গিয়েছে ৭ মাস। এখনও মেলেনি বিচার।