<p><strong>তুহিন অধিকারী, বাঁকুড়া: ধান তোলার আগে বড় বিপর্যয়। </strong>রাতভর ৬০ থেকে ৬২টি হাতির একটি তাণ্ডব চালাল পাত্রসায়ের রেঞ্জ এলাকায় কৃষি জমির উপর। যার জেরে সমস্যায় পড়েছেন কৃষকরা।</p>
<p>রাতভর বাঁকুড়া জেলা পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব চালায় হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষি জমিতে। জানা যায় গত বছরের ১৯ ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ৬০ থেকে ৬২ টি হাতির একটি দল। দীর্ঘ ১১২ দিন বরজোড়া জঙ্গলে এই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে গতরাতে পাত্রসায়ের ব্লকের ডিহিলাপুর এলাকায় ৬০ থেকে ৬২টি হাতির একটি দল এলাকার ২৫০ থেকে ৩০০ বিঘা ধানজমির উপর রীতিমতো তাণ্ডব চালায়। নষ্ট হয় ধান। মাথায় হাত কৃষকদের। ‌এলাকার কৃষকরা বোরো ধান চাষ করেছেন জমিতে। আর হয়ত কিছুদিনের মধ্যেই এই ধান ঘরে তুলতেন কৃষকরা। কৃষকরা জানাচ্ছেন, মহাজনের কাছে ঋণ করে সর্বস্ব দিয়ে তাঁরা ধান চাষ করেছেন। কেউ কেউ আবার ভাগ চাষীও। এই অবস্থায় সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। এরপরে কীভাবে তাঁরা চাষ করবেন, কীভাবে মহাজনের ঋণ শোধ করবেন কাভাবেই বা সংসার চালাবেন এই ভেবেই রাতের ঘুম উড়েছে তাঁদের। কৃষকদের দাবি, অবিলম্বে কৃষি দফতর এসে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। তবে এখনও পর্যন্ত কৃষি দফতরের কোনও আধিকারিক এলাকা পর্যবেক্ষণ করতে আসেনি। কৃষকদের আরও অভিযোগ বন দফতর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাই হাতি গুলি তাদের নির্দিষ্ট রুট ছেড়ে কৃষি জমিতে চলে এসেছে। ‌আর এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।</p>
<p>দিনকয়েক আগেই ঝাড়গ্রামে দাপিয়ে বেড়ায় দলমার দাঁতালের দল। নয়াগ্রামে হাতির হানায় মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের এক মহিলার। মৃতের নাম জলেশ্বরী সিং। নয়াগ্রামে ২০টি হাতির দল আগে থেকেই রয়েছে। দলমা থেকে আসা আরও ২০-২৫টি হাতির দল ঘটনার দিন সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরে ঢোকে।<br />পেটবিন্ধি, বাঘুয়াশোল, মালাই, খারবান্দি, বড় আসানবনি এলাকায় তারা দাপিয়ে বেড়ায়। সবজি ও ধান জমিতে ঢুকে ফসল নষ্ট করায় মাথায় হাত চাষিদের। হাতির তাণ্ডবের কথা জানানোর পরেও বন দফতরের দেখা মেলেনি বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। চাষিদের অভিযোগ, ক্ষতিপূরণের আবেদন করেও বছরের পর বছর মেলে না। </p>
Source link
ধান জমিতে হাতির দল, রাতভর তাণ্ডবে নষ্ট ধান; মাথায় হাত কৃষকদের
