জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে সিনেমা হোক বা সংগীত, তার কোনও বেড়াজাল নেই। তাই দেশের গণ্ডি পেরিয়ে তা মিশে যেতে পারে যেকোনও দেশের মানুষের মনে। একই সমীকরণে নানা দেশের অভিনেতা অভিনেত্রীরা ও গায়ক গায়িকারা অন্যদেশে জনপ্রিয়তা পেয়ে থাকেন। রাজনৈতিক কারণে যতই সমস্যা থাকুক, সিনেমা বা গান কিন্তু সীমান্ত পেরিয়ে ঠিকই মন ছুঁয়ে নেয় অন্য দেশের নাগরিকের।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই যেমন পাকিস্তানে ললিউডের থেকে বেশি জনপ্রিয় বলিউডের সিনেমা। বাংলাদেশেও জনপ্রিয়তা রয়েছে এপারের বাংলা ছবির, এমনকী হিন্দি ছবিরও। এদেশের মানুষও পছন্দ করেন বাংলাদেশের ছবি, নাটক। পাকিস্তান ও বাংলাদেশের অনেক তারকা, গায়ক এই ভারতে জায়গা করে নিয়েছেন দর্শক শ্রোতাদের মনে। এবার হিংসা ভুলে এক হল তিন দেশ। বাংলাদেশে তৈরি হচ্ছে একটি ছবি, যে ছবির নায়ক বাংলাদেশি (Bangladesh), নায়িকা পাকিস্তানি (Pakistan) ও খলনায়ক ভারতীয় (India)।
আরও পড়ুন- Sabnam Faria: ‘কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন?’
পরিচালক আসিফ ইকবালের ‘ফোর্স’ নামের সিনেমায় কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সিনেমায় তাঁর নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। এবার পরিচালক জানালেন, সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।
পাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক। আসিফ ইকবাল বলেন, ‘এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই একজন ভিলেন খুঁজছিলাম। দেশের দর্শকদের একজন নতুন ভিলেনের সঙ্গে পরিচিত করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ও কলকাতায় অনেক খুঁজেছি। রাহুলের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল, শিডিউল মিলে যাওয়ায় গতকাল সোমবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’
আরও পড়ুন- Nagpur Violence | Vicky Kaushal: ‘যার বউ মুসলিম, সে কী করে এটা করল!’, নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি…
আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরসহ বেশ কিছু জায়গায় শুটিং হবে সিনেমাটির। এপ্রিলে শুটিং শেষে এ বছরই ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)