NOW READING:
নেই বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট, এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা
January 5, 2025

নেই বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট, এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

নেই বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট, এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা
Listen to this article



<p><strong>সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: </strong>এবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ।&nbsp;</p>
<p>শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশের মহিলা। গতকাল রাতে স্টেশন চত্বরে ঘোরাফেরা করায় সন্দেহ হয় এন্টালি থানার পুলিশের। পুলিশ সূত্রে খবর, ধৃত বেবি বিশ্বাস জানান, তাঁর বাবার নাম আলমগির খান। বাড়ি বরিশালের নাচনাপাড়া মল্লিকখালি গ্রামে। কোনও বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি বাংলাদেশের ওই মহিলা। জিজ্ঞাসাবাদে জানা যায়, ১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন বেবি। কাজের খোঁজে ট্রেনে চেপে চলে যান মুম্বই। সেখানে ধরপাকড় শুরু হওয়ায় ভয় পেয়ে গতকাল কলকাতায় আসেন। শিয়ালদা স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় NRS হাসপাতালের আউট পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের। পরে এন্টালি থানার পুলিশ মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। কাদের সাহায্যে ভারতে অনুুপ্রবেশ, তা জানার চেষ্টা চলছে। আজ ওই মহিলাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, ‘মাথার দাম’ ঘোষণা পুলিশের" href="https://bengali.abplive.com/district/malda-tmc-leader-death-police-announced-prize-money-to-find-out-wanted-1113915" target="_self">Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, ‘মাথার দাম’ ঘোষণা পুলিশের</a></strong></p>



Source link