NOW READING:
Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…
January 11, 2025

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…
Listen to this article


রাজীব চক্রবর্তী: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ১,৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২,০১০টি ঘটনা সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের উপর হয়েছে বলে জানানো হয়েছে। পুলিস ঐক্য পরিষদের রিপোর্ট পর্যালোচনা করে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে। রিপোর্টে উল্লেখিত স্থান এবং প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিস তাদের অনুরোধ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: Dhaka International Film Festival: শনিবার থেকে শুরু ঢাকা চলচ্চিত্র উত্সব, বদলের বাংলাদেশে দেখানো হবে ভারতের এই ৪ ছবি

এই অভিযোগগুলির মধ্যে ৬২টি মামলার ভিত্তিতে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, অধিকাংশ ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মাত্র ২০টি ঘটনা সাম্প্রদায়িক। এছাড়া, ১৬১টি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি-পরবর্তী দিনেই ৮২.৮% অভিযোগ উঠেছে। ওই দিন ১,৪৫২টি ঘটনা ঘটেছে বলে দাবি।

পুলিস জানিয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে ১১৫টি মামলা রুজু হয়েছে এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস হোয়াটসঅ্যাপ এবং ৯৯৯ হেল্পলাইন চালু করেছে, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ দ্রুত গ্রহণ করা যায়। মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link