কলকাতা: চট্টগ্রামে ধৃত হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। সেই আবহেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি। ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে। আর তা মাড়িয়ে যাচ্ছে লোকজন। অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ এবং ভারতীয় জাতীয় পতাকার অবমাননায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। এবার বাংলাদেশকে বয়কটের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এদিন শুভেন্দু বলেন, প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। যিনি বলেছেন, আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা, পদদলিত হয়েছে। আমি বাংলাদেশী রোগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ভারতপ্রেমী নাগরিককে, সম্পূর্ণভাবে বাংলাদেশীদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন, যে প্রামাণিক শীল, হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাঁড়ি কাটবেন না। মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না। আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দিন, যাতে আজকের বাজারে, ১৫০ টাকা পেঁয়াজ, ১২০ টাকা আলু। এটা যেনও পাকিস্তানের মতো। ১ হাজার টাকা লিটার পেট্রোল ! ১ কেজি আটার দাম ৪০ টাকা । পাকিস্তানের মত অবস্থা হয় ! বড়বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে, ৮০ ভাগ জায়গা এখুনি অন্ধকার হয়ে যাবে, হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের ‘No-Entry’ ! ‘বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন