NOW READING:
Bangladesh Extra-marital news: স্ত্রী টুনির কিডনিতে জীবন ফিরে পেয়েই স্বামী তারেক মজেছেন পরকীয়ায়…
July 4, 2025

Bangladesh Extra-marital news: স্ত্রী টুনির কিডনিতে জীবন ফিরে পেয়েই স্বামী তারেক মজেছেন পরকীয়ায়…

Bangladesh Extra-marital news: স্ত্রী টুনির কিডনিতে জীবন ফিরে পেয়েই স্বামী তারেক মজেছেন পরকীয়ায়…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: স্বামীর জীবন সংকটাপন্ন। কিডনি প্রতিস্থাপন করা না হলে তিনি বাঁচবেন না। স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে নিজের শরীর থেকে কিডনি পর্যন্ত দান করেছেন স্ত্রী। নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন উম্মে সাহেদীনা টুনি। সেই স্বামী হাসপাতালের আইসিইউ থেকে ৭ দিন পর বেরিয়ে আসেন হাসিমুখে। যে হাসিমুখ দেখতে চেয়েছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তখন হয়ত কল্পনাও করেননি, যে মানুষটিকে তিনি নিজের দিয়ে কিডনি দিয়ে বাঁচালেন, সেই মানুষটাই একদিন তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেবেন। তাঁর ত্যাগের পুরস্কার হিসেবে পাবেন অবহেলা, নির্যাতন আর বিশ্বাসঘাতকতা। ঢাকার সাভারের কলমা এলাকার বাসিন্দা উম্মে সাহেদীনা টুনি নামে ওই মহিলা এখন আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারক স্বামী মহম্মদ তারেকের বিচার চাইতে।

স্বামীর চিকিৎসায় সোনার গয়না সহ সারা জীবনের সঞ্চয় মায়ের পেনশনের টাকাও খরচ

স্বামীর জন্য সোনার গয়না সহ সারা জীবনের সঞ্চয়, এমনকি মায়ের পেনশনের টাকাও খরচ করেছেন উম্মে সাহেদীনা টুনি। ২০০৬ সালে মালয়েশিয়া প্রবাসী তারেকের সঙ্গে বিয়ে হয় টুনির। পরের বছর জন্ম হয় তাঁদের একমাত্র সন্তান আজমাইন দিব্যর। এর এক বছর পর, ২০০৮ সালেই তারেকের কিডনি রোগ ধরা পড়ে। ধীরে ধীরে বিকল হয়ে পড়ে তারেকেরর উভয় কিডনি। চিকিৎসকরা জানান, তারেককে বাঁচাতে হলে ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে। কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনও হতে পারে। তারেকের পরিবার ও স্বজনদের অনেকেই মুখ ফিরিয়ে নেন। কিন্তু স্বামী তারেকের সঙ্গে ছায়ার মতো রয়ে যান স্ত্রী টুনি। তারেককে নিয়ে ভারতের সিএমসি ও দিল্লির অ্যাপোলো হাসপাতালে ছোটাছুটি করেন দিনের পর দিন। শেষে ২০১৯ সালের ২৬ অক্টোবর টুনি নিজের একটি কিডনি দান করেন স্বামীকে। চিকিৎসক কেএন সিংয়ের তত্ত্বাবধানে হয় কিডনি প্রতিস্থাপন। জীবন ফিরে পান তারেক। স্বামীর চিকিৎসায় টুনি নিজের গয়না সহ সমস্ত সঞ্চয় খরচ করে ফেলেন।

কিডনি দানের পরই ডিভোর্স দিতে ও বাড়ি লিখে দিতে চাপ

এরপর টুনির জীবনে শুরু হয় আরেক যুদ্ধ। ধীরে ধীরে বদলে যান তারেক। বাংলাদেশে ফিরে তারেক জড়িয়ে পড়েন অনলাইন জুয়া ও পরকীয়ায়। স্ত্রী টুনির উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন তারেক। উম্মে সাহেদীনা টুনি জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, “তারেককে কিডনি দেওয়ার পর আমি ভারতের হাসপাতালে সাত দিন আইসিইউতে ছিলাম। সেখানেই শুনি, আমার খালা বাংলাদেশ থেকে টাকা পাঠাতে দেরি করায় চিৎকার করে আমাকে গালি দিচ্ছে তারেক। অপারেশনের পরে হাসপাতালেই সে আমার উপর চড়াও হয়। আমি যেন কোনও ভুল মানুষকে জীবন দিয়েছি।”  টুনি জানান, তাঁর স্বামী তারেক এখন ঢাকার সাভারে নিজ বাসায় বাস করছেন তাহমিনা মেরি নামের এক ডিভোর্সি মহিলার সঙ্গে। তিনি এখন একদিকে নিঃস্ব ও আরেকদিকে প্রতারিত।  টুনি বলেন, “তারেক এখন আমাকে ডিভোর্স দিতে ও বাড়িটা নিজের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। আমি শুধু চাই, এই প্রতারক যেন শাস্তি পায়। কেউ যেন এমন বিশ্বাসঘাতকতার শিকার না হয়।”

প্রতিবেশীদের বক্তব্য

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ঢাকার সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন টুনি। একদিন পর তারেক মুচলেকা দিলে অভিযোগ তুলে নেন। পরে ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক আইনে মামলা দায়ের করেন টুনি। ২৪ এপ্রিল ঢাকার পুলিস তারেককে গ্রেফতার করে। তবে ৪ জুন জামিনে মুক্তি পান তারেক। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন তারেক। স্ত্রীকে চাপ দিচ্ছেন ডিভোর্সের জন্য। টুনির প্রতিবেশীরা বলছেন, স্বামীর জন্য এমন আত্মত্যাগ বিরল। বিয়ের পর থেকে টুনি যেভাবে স্বামী তারেককে আগলে রেখেছেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন। অথচ, সেই তারেক এখন তাঁকে মারধর করছে, প্রেমিকার সঙ্গে থাকছে।

টুনির মা ও আইনজীবীর বক্তব্য

টুনির মা জি ২৪ ঘণ্টার প্রতিনিধিকে বলেন, “আমার পেনশনের সব টাকা তারেকের চিকিৎসায় খরচ করেছি। আজ সেই ছেলে আমার মেয়েকে বের করে দিলো! আমি এর বিচার চাই।” ঢাকার জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নেহার ফারুক জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, “তারেক শুধু নারী নির্যাতন নয়, অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনও লংঘন করেছেন। প্রতারণার মাধ্যমে স্ত্রীর কিডনি নিয়ে পরে তাঁর উপর নির্যাতন করেছেন। আমরা চার্জশিট হাতে পেলেই জামিন বাতিলের আবেদন করব।”

আরও পড়ুন, Mumbai Teacher Arrested: ‘এসব কমন বিষয়’, ১৭-র ছাত্রকে পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে জোরে করে যৌ*নতা ৪০-র শিক্ষিকার! দিলেন ওষুধও…

আরও পড়ুন, Bengaluru Infosys Techie Arrested: প্যান্ট খুলে কমোডের উপর উঠে মোবাইলে লাগোয়া ওয়াশরুমে মহিলা সহকর্মীর অশ্লী*ল ভিডিয়ো! ইনফোসিসে গা ঘিনঘিনে কাণ্ড…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link