# Tags
#Blog

ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলা ! প্রকাশ্যে ভয়াবহ ছবি

ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলা ! প্রকাশ্যে ভয়াবহ ছবি
Listen to this article


কলকাতা: বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও শোধরায়নি বাংলাদেশ (Bangladesh )! ঢাকায় ফের ইসকনের (ISKON) সদস্যর উপর হামলার অভিযোগ। ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে।মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠনগুলির কাছে প্রতিবাদে সোচ্চার হওয়ার আর্জি।

বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ইসকনের সন্ন্য়াসী রাধারমণ দাস। আর তারপর থেকেই ইসকনের মন্দিরগুলিতে হামলার অভিযোগ উঠেছে বারবার। আর এবার সামনে এল আরও ভয়ঙ্কর ছবি।  এদিন ( Kolkata ISKCON VP  Radha Raman Das) কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও দেখলাম। যেখানে বলা হয়েছে, আমাদের ইসকনের সদস্যকে মারধর করা হয়েছে।আজ মানবাধিকার দিবস। আর আজকের দিনে এমন খবর পেলে যে কীরকম লাগে !..এরপরেই তিনি বলেন, আজকে তো অন্তত আপনারা জাগুন। উঠে দেখুন, আজকে বাংলাদেশে কী হচ্ছে !’ 

ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এরকমই এক হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করেছিলেন রাধারমণ দাস। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও। একদিকে যখন জেলবন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, যখন ইসকনের মন্দিরে হামলা হচ্ছে, তখন অন্যদিকে বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা।সম্প্রতি একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

রাধারমণ দাস বলেছিলেন, ‘খুব বিপজ্জনক। আমাদের ভক্তরা খুব চিন্তিত।  সবচেয়ে চিন্তার বিষয়, যদি এই রকম মৌলানারা পুরো বাংলাদেশে ঘুরে, এই রকম সভা করছে যেখানে হাজার হাজার মানুষ তাঁদের শুনছে। সোশাল মিডিয়াতে যখন পোস্ট করা হচ্ছে, লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। একসঙ্গে এত মানুষের যদি মগজ ধোলাই হয়, ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ, সেনা যদি ভাবে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেব, এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না। ওরা যেটা বলছে, গণহত্যা যদি শুরু করে দেয়, এটা কারও নিয়ন্ত্রণে থাকবে না।’ 

আরও পড়ুন, নদিয়ায় রেলগেট পার হচ্ছিলেন বাইক আরোহী, কখন এল ট্রেন ? বোঝার আগেই..

২২ নভেম্বর, রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গনে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময়কৃষ্ণ দাস। হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। অভিযোগ এরপর থেকেই তাঁর উপর রোষ বাড়তে থাকে ইউনূস সরকারের প্রশাসনের। এরপরই দেড় মাস আগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal