NOW READING:
Mamata Banerjee: রাজভবনে ‘ব্রাত্য’ কলকাতা পুলিসের ব্যান্ড! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে…
January 26, 2025

Mamata Banerjee: রাজভবনে ‘ব্রাত্য’ কলকাতা পুলিসের ব্যান্ড! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে…

Mamata Banerjee: রাজভবনে ‘ব্রাত্য’ কলকাতা পুলিসের ব্যান্ড! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন নেই কলকাতা পুলিসের ব্য়ান্ড! কেন বিসএসএফের ব্যান্ড দিয়ে অনুষ্ঠান হচ্ছে? ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত অবশ্য তাঁর হস্তক্ষেপেই রাজভবনে অনুষ্ঠান করল কলকাতা পুলিসের ব্য়ান্ড। সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সেই বাজনা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  RG Kar Incident: ‘CBI বলছে মেয়ে মারা গিয়েছে আপনার, দায় আপনাকে নিতে হবে’!

ঘটনাটি ঠিক কী? পোশাকি নাম,  ‘অ্যাট হোম’। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অনুষ্ঠান হয় রাজভবনে। বিকেলে চা-চক্রে বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। থাকেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্য় প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও।

সূত্রের খবর, আজ রবিবার বিকেলে রাজভবনে ঢোকার সময়ে মুখ্যমন্ত্রী দেখেন, সেখানে কলকাতা পুলিসের ব্য়ান্ড নেই। খোঁজ নিয়ে জানতে পারেন, কলকাতা পুলিসের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি! অনুষ্ঠান করছে বিএসএফের ব্য়ান্ড।আর তাতেই রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানতে চান, রাজভবন কলকাতা পুলিসের এলাকায় পড়ে। আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকেন কলকাতা পুলিসের কর্মীরাই। তাহলে কেন পুলিসের ব্যান্ডকে অনুষ্ঠানস্থলে আসতে দেওয়া হয়নি? 

রাজভবন থেকে বেরিয়ে যেখানে কলকাতা পুলিসের ব্যান্ডকে আটকানো হয়েছিল, সেখানে যান মুখ্যমন্ত্রী নিজে। রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে পুলিসের ব্যান্ডকে রাজভবনে ভিতরে ঢোকান।

 

এর আগে, সকালে চিরাচরিত প্রথা মেনে প্রজাতন্ত্র দিবস পালিত হয় রেড রোডে। পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। ছিলেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন:  Metro Service during Book Fair 2025: ২৮ জানুয়ারি থেকে শুরু বইমেলা, ভোগান্তি কমাতে বাড়ানো হল মেট্রোর সংখ্যা…

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link