‘কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করব’, মন্তব্য অভিষেকের
<p>TMC News: আমতলায় অভিষেকের ডক্টর্স কনভেনশন। ‘স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া, ১২০০ জন চিকিৎসক সামিল হয়েছে। কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করব। এক একটি বিধানসভায় ৪০টি ক্যাম্প, ১০ দিন ধরে চলবে। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে’, মন্তব্য অভিষেকের। </p>
<p> </p>
<p> </p>
<p>প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে প্রয়াত পঙ্কজ দত্ত। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। ‘ইস্যুভিত্তিক মতপার্থক্য থাকলেও উনি আমাকে স্নেহ করতেন’, পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকজ্ঞাপন কুণালের। উনি বহুজনের কাছে আমার প্রশংসা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের। ‘খারাপ লাগছে কথাটা শুনে’, পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ চিকিৎসক কুণাল সরকারের। তিনি আরও বলেন, ‘আমাদের মনে একটা আশঙ্কা ছিলই। বারাণসীতে গিয়ে তাকে দেখে আসা সম্ভব না হলেও চিকিৎসকদের সঙ্গে মাঝে মাঝেই কথা হচ্ছিল।'</p>
Source link