<p>ABP Ananda Live: মহারাষ্ট্র থেকে দিল্লি, ভোটে কারচুপি। বিজেপি-কমিশন আঁতাঁত। বাংলায় বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম। ছাব্বিশে ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্তর্ঘাতের চক্রান্ত। অভিযোগ অভিষেকের।</p>
<p> </p>
<p><strong>অগ্রাধিকারের তালিকায় দু’নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর</strong></p>
<div id="67d631f208f6a3568303c542" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>অগ্রাধিকারের তালিকায় দু’নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি তিনি কোনও অন্যায় করেননি। পাশাপাশি শুভেনদু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়ার বিষয়ে এদিনও হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক। রেজিনগর ভারতবর্ষের বাইরে নয়। পাল্টা মন্তব্য করেছে বিজেপি। </p>
<p> </p>
<h2> বাংলায় ফের বোমা বিস্ফোরণ</h2>
<p>বাংলায় ফের বোমা বিস্ফোরণ। এবার, মুর্শিদাবাদ ভরতপুরের হরিশচন্দ্রপুর গ্রামে, ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশু।</p>
</div>
</div>
<div id="67d62eb02f427c56da001c22" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
ছাব্বিশে ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্তর্ঘাতের চক্রান্ত। অভিযোগ অভিষেকের

+ There are no comments
Add yours