Pet Dog shot man | গুলি চালাল পোষ্য পিট বুল! গার্লফ্রেন্ডের সঙ্গে বিছানায় থাকা মালিক আহত …

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শখের পোষ্য নিয়ে সমস্যার শেষ নেই। কেউ মালিককে ভালোবেসে নিজের প্রাণ দিয়ে দেয়, আবার কোন পোষ্য রেগে গিয়ে মালিককে গুলি করে দেয়। এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার মেমফিস শহরে।

গার্লফ্রেন্ডের সঙ্গে রাতে ঘুমোচ্ছিলেন এক ব্যক্তি। ভোর চারটে নাগাদ আচমকাই ঘরের মধ্যে গুলির শব্দ পান। ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি দেখেন একটি গুলি তাঁর পায়ে এসে লেগেছে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান মালিক এবং তার সঙ্গিনী। ঠিক এরপরই তাঁরা আবিষ্কার করেন, তাদের প্রিয় পোষ্য পিট বুল, আচমকাই গুলি চালিয়েছে তাদের দিকে।

Photo Courtesy- Yohan Cho

তার সঙ্গিনী সেই পিস্তল নিয়ে তখনই চলে যান বাড়িতে। তৎক্ষণাত্‍ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে, ওই ব্যক্তির থাইতে গুলি লেগেছে। পাশে বসে রয়েছে অক্ষত পিট বুল। ওই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে যান। 

আরও পড়ুন:  ইটস অফিসিয়াল! কোভিড ভ্যাকসিন নেওয়ার জেরে দেশে অকালমৃত্যুর হার লাফ দিয়ে বেড়েছে…

আরও পড়ুন:  সাবধান! ভুলেও এই ৫ ডেট এক্সপায়ারড ওষুধ খাবেন না, মৃত্যুও ঘটতে পারে…

পুলিশকে জানিয়েছেন তাঁরা, তাঁদের প্রিয় পোষ্য পিট বুল ওরিওর পায়ের থাবায় কোনভাবে বন্দুকটি আটকে গেছিল এবং তখনই ভুলবশত গুলি চলে যায়। এটি নিছকই দুর্ঘটনা বলে জানিয়েছেন ওই পিটবুলের মালিক। স্বভাবে প্রাণচঞ্চল ওই পোষ্যর যেকোনও জিনিস দেখলেই তার ওপর ঝাঁপিয়ে পড়া স্বভাব এবং তার জেরে ওই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির সঙ্গিনী পুলিশকে জানান- ভোরবেলা কুকুরের আওয়াজ নয়, গান শটের আওয়াজেই তাদের ঘুম ভাঙে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News  





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours