NOW READING:
Mystery illness: ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৫৩ জনের! বাদুড় খেয়েই কি এই মৃত্যুমিছিল?
February 25, 2025

Mystery illness: ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৫৩ জনের! বাদুড় খেয়েই কি এই মৃত্যুমিছিল?

Mystery illness: ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৫৩ জনের! বাদুড় খেয়েই কি এই মৃত্যুমিছিল?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রহস্য়জনক রোগে (Mystery illness) এবার ২ দিনের মধ্যে মারা গেল ৫৩ জন মানুষ। বাদুর খেয়ে ফেলেছিল তিনটি শিশু। তারপরেই রক্তক্ষরণ, জ্বর এবং মৃত্যু। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই বিষয়টি নিশ্চিত করেছে। কঙ্গোর বিকারো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ নাগালেবাতো সংবাদ সংস্থাকে বলে, রহস্যজনক অসুস্থতার একই লক্ষণ দেখার ৪৮ ঘণ্টার মধ্যেই এত মানুষ মারা গিয়েছে। 

আরও পড়ুন, Nahid Islam: ইউনূসকে সরাতে গোকুলে বাড়ছে ছাত্ররাই! ২৮ তারিখই উলটো কাউন্টডাউন শুরু ওপারে?

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে সর্বশেষ রোগের প্রাদুর্ভাব ২১ জানুয়ারী থেকে শুরু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ৪‍১৯ জন রোগে ভর্তি হন এবং ৫৩ জন মারা যান। এরপরই ডাব্লুএইচওর আফ্রিকা অফিস জানায়, তিনটি বাচ্চা বাদুড় খায় এবং রক্তক্ষরণ জ্বরের লক্ষণ নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে মারা যাওয়ার পরে বলোকোতে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়।

সেখানে জংলি প্রাণী খাওয়ার রেওয়াজ দেখা যায় সাধারণত সেসব জায়গাতেই প্রাণীদের থেকে মানব শরীরে পশুবাহিত রোগ সংক্রমিত হওয়ায় সম্ভাবনা দেখা যায়। ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই রোগ ছড়ানোর সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ বেড়ে গিয়েছে আফ্রিকান অঞ্চলে। ৯ ফেব্রুয়ারি বোমেট শহরে বর্তমান রহস্যজনক রোগের দ্বিতীয় প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে, ১৩ টি কেসের নমুনা কঙ্গোর রাজধানী কিনশাসায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিকাল রিসার্চে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সমস্ত নমুনা ইবোলা এবং মারবার্গের মতো অন্যান্য সাধারণ রক্তক্ষরণ জ্বর রোগের ক্ষেত্রে নেগেটিভ এসেছে। কিছু নমুনা ম্যালেরিয়া ভাইরাসের উপস্থিতি মেলে। গত বছর, আরও একটি রহস্য ফ্লু জাতীয় অসুস্থতা যা কঙ্গোর একটি ভিন্ন অংশে কয়েক ডজন মানুষের মৃত্যু ঘটিয়েছিল তাতে পরবর্তী সময়ে সম্ভবত ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা যায়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন, City Killer 2024 YR4 Asteroid: গ্রহাণুর আগুনে পুড়বে মানবসভ্যতা? বীভৎস ‘সিটি কিলার’ নিয়ে লেটেস্ট কী বলল নাসা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link