NOW READING:
No Female Colleagues: কোনও মেয়ে নেই, তাই PNPC-ও নেই! চাকরি জয়েন করে কর্মীর মন্তব্যে ঝড়…
March 2, 2025

No Female Colleagues: কোনও মেয়ে নেই, তাই PNPC-ও নেই! চাকরি জয়েন করে কর্মীর মন্তব্যে ঝড়…

No Female Colleagues: কোনও মেয়ে নেই, তাই PNPC-ও নেই! চাকরি জয়েন করে কর্মীর মন্তব্যে ঝড়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে ছেলে-মেয়ে সমান! একজন মেয়ে বা মহিলা কোনও কিছুতেই ছেলেদের থেকে কম নয়। কিন্তু এই ধারণা এখনও অনেকেই মানতে নারাজ। সম্প্রতি এক গ্রাফিক ডিজাইনার ব্যক্তির তাজ্জব করা পোস্ট নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

দিল্লির একজন গ্রাফিক ডিজাইনার দাবি করেন যে অফিসে কোনও মহিলা না থাকলে ‘ড্রামা’ হয় না। অনুরাগ মৌর্য নামে ওই ব্যক্তি এক্স হ্যান্ডেলে গত শুক্রবার নিজের নতুন চাকরি পাওয়ার কথা জানান। পোস্টে তিনি দাবি করেন যে, তাঁর নতুন অফিসে কোনও মহিলা কাজ করে না। শুধুমাত্র ৪০ জন পুরুষ কাজ করে। 

আরও পড়ুন:IIT Baba Assaulted: নিউজ চ্যানেলে বেধড়ক লাঠি পেটা খেলেন! মহাকুম্ভের আইআইটি বাবার চাঞ্চল্যকর দাবি!
 
অনুরাগ লেখেন, ‘অবশেষে এমন কোম্পানিতে যোগ দিলাম, যেখানে কোনও মহিলা নেই। আমার সকল পুরুষ সহকর্মীর বয়স ৪০ বছর। তাই কোনও ড্রামা নেই, কোনও রাজনীতি নেই। নিজের কাজ নিয়ে থাক, ব্যাস।’ কিছু নেটিজেন তাঁর নতুন চাকরি পাওয়ার জন্য প্রশংসা করে। ঠিক তেমনই অনুরাগের এই পোস্টে সমালোচনার ঝড় ওঠে।

একজন লেখেন, ‘বেশিরভাগ অফিসে ৪০-এর ঊর্ধ্বে ব্যক্তিরাই রাজনীতি করে থাকে।’ আবার একজন লেখেন, ‘সমস্ত পুরুষ কর্মচারী মানেই অফিসের রাজনীতি।’ অন্য একজন প্রশ্ন তোলেন যে, ‘বাড়িতেও তাহলে ড্রামা এড়ানোর জন্য কোনও মহিলার প্রয়োজন নেই?’ 

পুলকিত নামে একজন লেখেন, ‘একসময়ে আমার টিমে ২০ জনের মধ্যে ৬জন মহিলা ছিল। এবং সকলেই সমান তালে এবং শৃঙ্খলা মেনে কাজ করত। আমরা এইভাবে  লিঙ্গ বৈষম্য করতে পারি না। বিশ্বাস করুন, মহিলাদের সঙ্গে কাজ করাটা খুবই জরুরি।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link