NOW READING:
ইন্ডিগোর উপর কোপ আয়কর বিভাগের ! ৯৪৪ কোটি টাকার জরিমানা আরোপ
March 30, 2025

ইন্ডিগোর উপর কোপ আয়কর বিভাগের ! ৯৪৪ কোটি টাকার জরিমানা আরোপ

ইন্ডিগোর উপর কোপ আয়কর বিভাগের ! ৯৪৪ কোটি টাকার জরিমানা আরোপ
Listen to this article


IT Dept. Penalty on Indigo: আয়কর বিভাগের পক্ষ থেকে বিমানসংস্থা ইন্ডিগোর উপরে বড় জরিমানা আরোপ করা হয়েছে। ৯৪৪.২০ কোটির জরিমানা ধার্য করেছে আয়কর বিভাগ। যদিও ইন্ডিগো এয়ারলাইনসের পক্ষ থেকে এই জরিমানার (Indigo Airlines) নির্দেশকে অনৈতিক বলা হয়েছে এবং জানানো হয়েছে যে এই ব্যাপারে সংস্থার পক্ষ থেকে আদালতেও আবেদন জানানো হবে।

ঘটনা কী

রবিবার একটি রেগুলেটরি ফাইলিংয়ে ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আয়কর বিভাগের অ্যাসেসমেন্ট ইউনিট বা ইনকাম ট্যাক্স অথরিটি সম্প্রতি ২০২১-২২ অর্থবর্ষের জন্য তাদের উপর ৯৪৪.২০ কোটি টাকার জরিমানা (Indigo Airlines) আরোপ করেছে। তাছাড়া সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই অর্ডার একটি ভুল তথ্য বা ভুল অনুধাবনের কারণে পাঠানো হয়েছে সংস্থাকে। আয়কর বিভাগের কমিশনারকে এই বিষয়ে এই নির্দেশে অসম্মতি জানানো হয়েছে। তবে আদপে এই বিষয়টি আদালতে মুলতুবি রয়েছে, পরে তা নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।

শেয়ারের দামে পতন

যে যে নথি জমা করা হয়েছে, তার ভিত্তিতে সংস্থা এই বিষয়ে নিশ্চিত যে আয়কর বিভাগ যে নির্দেশ জারি করেছে তা আইনসম্মত নয় এবং সম্পূর্ণ ভুল। এই আদেশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। সংস্থার পক্ষে আরও জানানো হয়েছে যে এই আদেশ তাদের আর্থিক অবস্থা, অপারেশন বা অন্যান্য কার্যক্রমের উপরে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তবে এর জেরে ইন্ডিগোর শেয়ারে সামান্য পতন এসেছে।

শুক্রবার ইন্ডিগোর শেয়ারের দাম ০.৫৪ শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। ৫১০০ টাকার স্তরে নেমে এসেছে এই শেয়ার। গত এক মাসে সংস্থার স্টক ১৪ শতাংশ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। আর গত ৬ মাসে ৬.৫ শতাংশ এবং গত এক বছরে ৪৩ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা ইন্ডিগোর শেয়ার থেকে ৪০০ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও দেখুন



Source link