NOW READING:
Shiboprosad-Rakhee: মা-ছেলেই বটে! ভরা মঞ্চে শিবুর কান ধরে টানলেন নায়িকা…
March 26, 2025

Shiboprosad-Rakhee: মা-ছেলেই বটে! ভরা মঞ্চে শিবুর কান ধরে টানলেন নায়িকা…

Shiboprosad-Rakhee: মা-ছেলেই বটে! ভরা মঞ্চে শিবুর কান ধরে টানলেন নায়িকা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষীয়ান অভিনেতা রাখি গুলজার (Raakhee Gulzar) শিবপ্রসাদের (Shiboprosad Mukherjee) কান ধরে টান দিচ্ছেন! শুনতে অবাক লাগলেও এমন কাণ্ডকারখানাই উঠে এসেছে। তবে সেটা বাস্তবে নয়, ছবিতে। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আগামী ৯মে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জীর ‘আমার বস’ (Aamar Boss) ছবি। এর আগেই সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে এল এক সুন্দর রসায়নের গল্প। এই ছবির ক্যাপশনে লেখা আছে ‘মায়ের কাছে সবাই জব্দ! দেখুন এই মা ছেলের একদম আলাদা এক গল্প, ৯ই মে থেকে আসছে বড় পর্দায়…।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

 ‘আমার বস’ ছবিতে মা-ছেলের সম্পর্কেই ধরা দেবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Nandita Roy)। কিন্তু এখানে মজার বিষয় হল শিবপ্রসাদের এভাবে কান টানা দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রসঙ্গত রাখী গুলজার শিবপ্রসাদের কান ধরে টানছেন এমনই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পোস্টারের নিচে কাঞ্চন মল্লিক মজা করে লিখেছেন, ‘আমার বসকে এতটা খারাপ পরিস্থিতিতে দেখে খুবই খারাপ লাগছে।’ এই মজার পোস্টে বয়েছে কমেন্টের বন্যা। 

আরও পড়ুন: Aamir Khan: ‘শাহরুখ-সলমান আমার কেরিয়ার শেষ করার জন্যই নীতিশকে পাঠিয়েছিল…’, দাবি আমিরের!

শ্রুতি দাস মজা করে লেখেন, ‘বস-এর উপর আবার বসগিরি, জিও…’ এর সঙ্গেই জুড়ে দেন তিনি হা হা হাসির ইমোজি। আবার আভেরি সিংহ রায় লিখেছেন, ‘বস -এরও বস থাকে হ্যাঁ!’ স্বাতী মুখার্জি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে লিখেছেন, ‘আহা রে…’। এছাড়াও উমা বন্দ্যোপাধ্যায় এই পোস্টের নীচে লেখেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ এই মজাদার পোস্টের নীচে নেটনাগরিকরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। 

পোস্টারের নিচে শুধু অভিনেতেরা তাদের মজাদার কমেন্ট করেছেন তা না, এখানে উঠে এসেছে অসংখ্য নেটিজেনদের কমেন্ট। কেউ মজা করে বলেছেন, ‘বস মশাই এবার কাবু’। আবার কেউ কেউ বলেছেন,’বসকে এভাবে কানমোলা খেতে দেখে একী আজব আনন্দ।’ কেউ কেউ আবার উদ্বেগ হয়ে বলেছেন,’কতদিন অপেক্ষা করে আছি ছবিটা দেখার জন্য।’

এখানে প্রসঙ্গত, ২৫ মার্চ কিংবদন্তি নায়িকা রাখী গুলজারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শিবপ্রসাদ মুখার্জী। এখানে আবার তিনি লিখেছেন, ‘ছোটবেলায় বহুবার মায়ের থেকে কানমোলা খেয়েছি। আবার অনেক বছর পর IFFI-র মঞ্চে সবার সামনে রাখীদির কাছে আবার কানমোলা খেলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব ৯ই মে।’

প্রসঙ্গত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালিত ছবি ‘আমার বস’ গোয়ায় আয়োজিত ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) -এর ভারতীয় প্যানোরামা বিভাগে প্রদর্শিত হয়। এখানকার ছবিই শিবপ্রসাদ শেয়ার করেছিলেন তাঁর পেজে। 

আরও পড়ুন: Car Accident: হাইওয়েতে ভয়ংকর কাণ্ড! গাড়ি-দুর্ঘটনায় সোনু সুদের স্ত্রী…

৯ মে নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’ ছবিতে দেখা যাবে চলি পাড়ার বহু তারকাকে। এই ছবিতে স্বয়ং অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর সঙ্গে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা রাখি গুলজারকে। এসব ছাড়াও এই ছবিতে থাকছে আর একটি চমক, ছবির জন্য অনুপমের সুরে গান গাইতে দেখা যাবে প্রশ্মিতা পালকে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link