কলকাতা: ৬ এপ্রিল রামনবমীর দিনেই বিজেপির প্রতিষ্ঠা দিবস। সূত্রের খবর, প্রত্য়েক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP Ramanavami Celebration)। পাশাপাশি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, ওইদিন এক কোটি হিন্দু পথে নামবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলছে – উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি।
রামনবমী পালনের সিদ্ধান্ত: ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। রাজ্য়জোড়া কর্মসূচি থেকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বাদ যাচ্ছে না কিছুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, “এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতার বুদ্ধিতে যদি পড়েন, খেসারত আপনাকে দিতে হবে।”
সূত্রের খবর, দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বড় আকারে রামনবমী পালন করবে বিজেপি।bঅন্যান্য বছর বিভিন্ন সংগঠন রামনবমী পালনের আয়োজন করে থাকলেও, এবার তা আয়োজন করার দায়িত্ব দলকেই নিতে হবে। শুভেন্দু অধিকারী বলেন, “গতবার ৫০ লাখ হিন্দু নেমেছিল। এক হাজার মিছিল হয়েছিল। এবার দু’হাজার মিছিল হবে, ১ কোটি হিনদু রাস্তায় থাকবে। ১ কোটি হিন্দু। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির দরকার নেই। হিন্দু তার উৎসব পালন করবে। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন, আমরা কোনও অবস্থাতেই সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, রোটি কাপড়া মাকান।”
বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর তার আগে শুভেনদু অধিকারীর গলায় যখন হিন্দু-হিন্দু সুর, তখন সেই হিন্দু আবেগকে সামনে রেখেই তাঁর দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছে তৃণমূল। বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ প্রচারের পাল্টা এবার হোর্ডিং ও ফ্লেক্সে তৃণমূল বিদ্রুপের আকারে বলল, হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই।
আরও দেখুন