কলকাতা : আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য। যার আঁচ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। আন্দোলনে নেমেছেন বহু চিকিৎসক। এই পরিস্থিতিতে কাল রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন। সরকারি-বেসরকারি সব হাসপাতালে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে। কাল ওপিডি বন্ধের ডাক দিয়েছে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
রাজ্যের চিকিৎসকদের একটি যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাঁদের তরফেই ডাক দেওয়া হয়েছে, আগামীকাল রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বত্র সিনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবা বন্ধ রাখবেন। বলা হয়েছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনও রকম পরিষেবা দেবেন না আউটডোরে। এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা, যার মধ্যে- হাউসস্টাফ, পিজিটি, ইন্টার্ন তাঁরা কর্মবিরতিতে রয়েছেন সর্বত্র। কিন্তু, আউটডোর পরিষেবা, হাসপাতালের ভিতরে ইনডোর পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। বেসরকারি হাসপাতালে আউটডোর খোলা রয়েছে। এবার আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে চিকিৎসকরা রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিলেন। এই ডাকের প্রভাব কতটা পড়তে চলেছে সেটা কাল সকালে বোঝা যাবে।
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে এসে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে যান আরজি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা। এই ঘটনার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। দিল্লি থেকে পাটনা, মুম্বই থেকে নাগপুরে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। এবার আরও বড় প্রতিবাদের পথে চিকিৎসকদের সংগঠন। কাল সমস্ত সরকারি-বেসরকারি সব হাসপাতালে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রোগী ও তাঁর আত্মীয়দের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে তদন্ত করবে CBI। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় আদালত। দু’পক্ষের সওয়াল জবাব শুনে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন ; আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন