কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ‘খুনের’ প্রতিবাদে কলকাতা ছাড়িয়ে পৌঁছল জেলায় জেলায়। গতকালই চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি রাজ্যের ছাত্র সমাজকেও মাঠে নামতে আহ্বান জানান। এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিপি আনন্দ-কে জানিয়েছেন, ‘সিবিআই তদন্তে আপত্তি নেই।’যদিও শেষ অবধি ‘কোনও রাজনৈতিক রঙ চাই না’, বিজেপির প্রতিনিধিদের পত্রপাঠ ফেরালেন আরজিকরের প্রতিবাদীরা।
সাংবাদিক: মেডিক্যাল কলেজের যারা এসেছে, তাঁরা বলছেন যে, তাঁদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না।আপনারা কাদেরকে আটকাচ্ছেন ?
প্রতিবাদী: আরজিকরের এক প্রতিবাদী বলেন, গোটা রাজ্য থেকেই অনেক মেডিক্যাল কলেজ থেকেই ছাত্র-ছাত্রীরা আসছেন। আমরা সবাইকে বলেছি, তোমরা সবাই আমাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেবে। এখন আমাদের একটা দাবি, আমাদের আন্দোলনে, কোনও পলিটিক্যাল রঙ আমরা লাগতে দিতে পারি না।
চিকিৎসক ‘খুনে’ দিকে দিকে ক্ষোভের বিস্ফোরণ
আরজি করের তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে আজ কলকাতা ও জেলায় জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, আরজিকরে মহিলা চিকিৎসক ‘খুনে’ অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন