NOW READING:
Bhagyashree: গুরুতর আহত ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই…
March 14, 2025

Bhagyashree: গুরুতর আহত ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই…

Bhagyashree: গুরুতর আহত ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর আহত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। এখন কেমন আছেন অভিনেত্রী? 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাগ্যশ্রীর একাধিক ছবি। একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন ভাগ্যশ্রী। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে ভাগ্যশ্রীর কপালে ব্যান্ডেজ লাগানো দেখা যায়। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে বর্তমানে তিনি স্থিতিশীল। কয়েকদিন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্‍সক। 

আরও পড়ুন- Women Harassment in Holi: রং খেলার নামে মহিলাদের গোপনাঙ্গ ছোঁয়া! অভিনেতার পোস্ট ঘিরে তুলকালাম…

আশির দশকের শেষ লগ্নে বলিউডে পা রাখেন ভাগ্যশ্রী। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেন। ওই সময়ে নতুন জুটি হলেও দর্শকদের মন কাড়েন তারা। অভিষেক চলচ্চিত্র বদলে দেয় ভাগ্যশ্রীর ভাগ্য। এরপর বেশ কিছু সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। কেরিয়ারের শুরুতেই সংসারী হন ভাগ্যশ্রী। তারপরও কাজে বেশ নিয়মিত ছিলেন। এক পর্যায়ে রুপালি জগতে অনিয়মিত হয়ে পড়েন। এখনো টুকটাক চলচ্চিত্রে কাজ করছেন। কিন্তু অতটা সরব নন।

আরও পড়ুন- Bollywood’s Dark Secret: ‘বলিউডে সবাই দুমুখো, শুয়েও কাজ পেতে রাজি! সিক্রেট হোয়াটসঅ্যাপে গ্রুপে হয় রফা…’

বয়স ৫৬ হলেও এখনো তার ছাপ পড়েনি ভাগ্যশ্রীর চেহারায়। ২০২৩ সালে চারটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সজিনি সিন্ধে কা ভাইরাল ভিডিও’। এটি পরিচালনা করেন মিখিল মুসালে। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link