NOW READING:
১৮ জন উপাচার্যের সঙ্গে যাদবপুরের উপাচার্যকে ‘ছাড়াই’ রাজভবনে শুরু বৈঠক
March 7, 2025

১৮ জন উপাচার্যের সঙ্গে যাদবপুরের উপাচার্যকে ‘ছাড়াই’ রাজভবনে শুরু বৈঠক

১৮ জন উপাচার্যের সঙ্গে যাদবপুরের উপাচার্যকে ‘ছাড়াই’ রাজভবনে শুরু বৈঠক
Listen to this article



<p>ABP Ananda Live: ‘হাসপাতাল থেকেই বিকেল সাড়ে ৫ টায় উপাচার্যের ভার্চুয়ালি লগ ইন’। যাদবপুরের উপাচার্য লগ আউট করার কিছুক্ষণ পরে রাজভবনে শুরু বৈঠক। ১৮ জন উপাচার্যের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুরের উপাচার্যকে ‘ছাড়াই’ রাজভবনে শুরু বৈঠক। যাদবপুরের অশান্তি নিয়ে রাজ্যপালের ডাকে বৈঠক।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু’দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে!&nbsp; নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি<br />নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা</p>
<p><strong>সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম</strong></p>
<p>সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।</p>



Source link