# Tags
#Blog

‘এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে’, নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?

‘এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে’, নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
Listen to this article


কলকাতা: বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন ‘বিয়ারবাইসেপস’ রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। শুরু বিতর্কিত মন্তব্য করার জন্যই নয়, তাঁর চর্চিত প্রেমিকা নিক্কি শর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরের জন্যও। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করে নিয়েছেন নিক্কি। আর এবার ফের আরও এক ইঙ্গিতপূর্ণ মেসেজ করে নিয়েছেন নিক্কি। কী লিখেছেন তিনি? 

সোশ্যাল মিডিয়ায় নিক্কি লিখেছেন, ‘এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে। তোমার মনটাকেও। আর একবার তুমি যদি তোমার মনটাকে হারিয়ে ফেলো, তোমার কাছে তোমার আত্মা ছাড়া আর কিছুই থাকবে না। আর তখন তুমি দেখতে তুমি অদৃশ্য হয়ে গিয়েছো।’ শোনা গিয়েছিল, এই নিক্কি শর্মার সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন রণবীর। আর আজ নিক্কি যে স্টেটাস শেয়ার করে নিয়েছেন, তা দেখে অনেকেই মনে করছেন, তিনি নাম না করে উল্লেখ করেছেন রণবীরেরই কথা।

তবে এই প্রথম নয়, এর আগেও ইঙ্গিতপূর্ণ স্টেটাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন নিক্কি। সোশ্যাল মিডিয়ায় রণবীর এলাহবাদিয়াকে আনফলো করে দিয়েছেন নিক্কি শর্মা। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় নিক্কির একাধিক পোস্ট ও বাড়িয়েছে জল্পনা। যদিও এই বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেননি রণবীর না নিক্কি কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় নিক্কি বারে বারেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নিয়েছেন। কখনও নিক্কি লিখছেন, ‘নেতিবাচক সমস্ত এনার্জিকে বাদ দিচ্ছি।’ কখনও আবার নিক্কি লিখছেন, ‘তোমার শরীর যে কেবল খাবার খেতে আগ্রহী হয় না তা নয়, তোমার শরীর এনার্জিকেও বাতিল করে। বাতিল করে কিছু কিছু জায়গা, কিছু কিছু মানুষ, বিশ্বাস আর অনেক কিছু শোনাকেও।’ সোশ্যাল মিডিয়ায় নিক্কির এই সমস্ত মন্তব্য নিয়েও শুরু হয়েছে তরজা। 

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ (India’s Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও’ । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India’s Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের ‘বিয়ারবাইসেপস’ চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। 

আরও পড়ুন: Ranveer Allahbadia: ‘মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা মানুষ, ভয় করছে’, সমস্যায় রণবীরের ব্যক্তিগত জীবনও!

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal