NOW READING:
আমি কোনও অন্যায় করিনি, কোনও নিয়ম বহির্ভূত কাজ করিনি: কিঞ্জল নন্দ
January 25, 2025

আমি কোনও অন্যায় করিনি, কোনও নিয়ম বহির্ভূত কাজ করিনি: কিঞ্জল নন্দ

আমি কোনও অন্যায় করিনি, কোনও নিয়ম বহির্ভূত কাজ করিনি: কিঞ্জল নন্দ
Listen to this article



<p>ABP Ananda Live: ‘ডিউটির পরে আমি কী করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, । আমি কোনও অন্যায় করিনি বা নিয়ম বহির্ভূত কাজ করিনি। এই কদিনে আমরা মেডিক্যাল কাউন্সিলে যাদের যাদের নামে অভিযোগ করেছিলাম বিশেষ করে সন্দীপ ঘোষ, যার নামে আর্থিক দুর্নীতির অভিযোগ সেই বিষয়ে মেডিক্যাল কাউন্সিল কী পদক্ষেপ নিয়েছিলেন সেটাও আমরা জানি, এবং এখনও কী করছেন সেটাও জানি’। মন্তব্য কিঞ্জল নন্দর।</p>
<p>&nbsp;</p>
<p><strong>&lsquo;অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের&rsquo;, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের<br /></strong></p>
<p>শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"</p>
<p>কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি… প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"</p>



Source link