জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘প্যালেস্টাইন’ ব্যাগের পর এবার ‘বাংলাদেশ’ ব্য়াগ! সংসদ চত্বরে ফের প্রিয়াঙ্কার ‘সলিডারিটি স্টেটমেন্ট’। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসার পর আজ বাংলাদেশি হিন্দুদের জন্য সুবিচারের দাবি করে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা সহ বাকি বিক্ষোভরত সাংসদদের কাঁধে Justice for Bangladesh লেখা ব্যাগ ছিল।
প্রসঙ্গত গতকাল প্রিয়াঙ্কার ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এরপরই আজ ফের বাংলাদেশি হিন্দুদের জন্য বিচার চেয়ে ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ তাৎপর্যপূর্ণ। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস মুখপাত্র সামা মোহামেদ। তারপরই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল হইচই। উল্লেখ্য, গাজায় ইজরায়েলের টানা হামলা নিয়ে বহুবার সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সংসদে দাঁড়িয়ে গতকাল নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করেন কংগ্রেস সাংসদ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন প্যালেস্টাইনের মানুষের প্রতি তাঁর একাত্মবোধ।
পাশাপাশি, গতকাল-ই সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়ানাডের সাংসদ বলেন, সরকারের উচিত বাংলাদেশে লাগাতার হয়ে চলা হিন্দু ও খ্রিস্টানদের উপরে অত্যাচারের প্রতিবাদ করা। কেন্দ্রের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা ও সমস্যার সমাধান করা। এরপরই এদিন বাংলাদেশে হিন্দুদের পাশে থাকার বার্তা লেখা ব্যাগ কাঁধে সংসদ চত্বরে ঢোকেন প্রিয়াঙ্কা। খুব স্বাভাবিকভাবেই গতকালের মতো এদিনও প্রিয়াঙ্কার কাপড়ের ‘টোট’ ব্যাগ সবার নজর কাড়ে। যদিও গতকাল প্রিয়াঙ্কার ‘প্যালেস্টাইন’ ব্যাগের তীব্র সমালোচনা করেছিল বিজেপি।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র প্রিয়াঙ্কাকে খোঁচা দিয়ে লেখেন, “গান্ধী পরিবার এভাবেই তোষণের ব্যাগ বয়ে চলে।” কিন্তু গতকাল প্রিয়াঙ্কার ‘প্যালেস্টাইন’ ব্যাগের প্রশংসা এসেছে পড়শি দেশ পাকিস্তান থেকে। প্রিয়াঙ্কার সাহসের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফওয়াদ হুসেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সমস্ত পিগমিদের ভিড়ে প্রিয়াঙ্কা-ই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।” পাশাপাশি সমালোচনা বর্তমান পাক সরকারের কোনও মন্ত্রী বা সাংসদের এই ‘সাহস’ নেই বলে!
আরও পড়ুন, Tea Shop: রাত ১০টা বাজলেই বন্ধ করে দিতে হবে এলাকার সব চায়ের দোকান! চলবে না তাস-ক্যারাম-টিভিও…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)