প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) রুপো জয় নীরজ চোপড়ার (Neeraj Chopra)। টোকিওতে সোনা এসেছিল। কিন্তু প্যারিসে সোনা মিস করে গেলেন। তবে ফাইনালে নিজের সেরা থ্রো ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু প্রথম পাঁচটি থ্রোয়ে ওই একটি মাত্র থ্রোই সফল ক্ষেপণ করেছিলেন। এই রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে দুটো অলিম্পিক্সে পদক জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)।

কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু ফাইনালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। আর এদিন ঠিক সেই নাদিমের কাছেই হেরে গেলেন নীরজ। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার নিজের ছয়টি পদক্ষেপের মধ্যে দুটোই ছুড়লেন ৯০ মিটার দূরত্বের বেশি। দ্বিতীয় থ্রো-তে ৯২.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করে মূলত সোনা নিশ্চিত করে ফেলেছিলেন আর্শাদ। অন্য়দিকে নীরজও দ্বিতীয় থ্রো-তেই ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। আর্শাদের ৯২.৯৭ মিটার দূরত্বের থ্রো অলিম্পিক্স রেকর্ড। এত দূর এখনও পর্যন্ত কােনও অলিম্পিক্সে কেউ ফেলতে পারেননি। নিজের শেষ থ্রোটিও ৯১.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। নীরজের শেষ থ্রোটিও ৮০ মিটার দূরত্বের বেশি অতিক্রম করতে পারেনি। তবে দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করে নেওয়ায় প্যারিস অলিম্পিক্সে নিজের রুপো ও ভারতের পঞ্চম পদক নিশ্চিত করে ফেলেন নীরজ। 

নীরজের কেরিয়ারের সেরা থ্রো ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করা। তাই নাদিমের ছোড়া দূরত্ব অতিক্রম করতে হলে মিরাক্যাল থ্রো করতেই হত ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ারকে। কিন্তু এদিন কোথাও যেন বারবার ছন্দ হারিয়ে ফেলছিলেন। চাপ অনুভব করছিলেন। রুপো জিতলেও একেবারেই নিজের পারফরম্য়ান্স খুশি হতে পারবেন না পানিপথের টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। 

২০০৮ ও ২০১২ অলিম্পিক্সে পদক জিতেছিলেন কুস্তিতে সুশীল কুমার। রিও অলিম্পিক্স ও টোকিও অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন পি ভি সিন্ধু। মনু ভাকের শ্যুটিংয়েই প্যারিস অলিম্পিক্স থেকে দুটো পদক জিতেছেন এবার। আর সেই তালিকায় এবার নীরজও ঢুকে পড়লেন। টোকিওতে সোনা ও প্যারিসে রুপো। দুটো অলিম্পিক্স পদক এখন এই তরুণের ঝুলিতে। 

আরও পড়ুন: ”অধ্যাবসায়, পরিশ্রম ও টিম স্পিরিটের সফলতা”, হকি দলের ব্রোঞ্জ জয়ের পর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *