NOW READING:
বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত: কুণাল
November 30, 2024

বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত: কুণাল

বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত: কুণাল
Listen to this article


ABP Ananda Live: ‘বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত। কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন। কথাও হত মাঝেমধ্যে, তাঁর প্রয়াণে আন্তরিক শোকজ্ঞাপন করছি’, প্রতিক্রিয়া কুণাল ঘোষের।

‘হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে’। ‘ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে’। ‘ডায়মন্ডহারবারে প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, কেন্দ্রের সহযোগিতা ছাড়া’। ‘আর জি করকাণ্ডের নিন্দা প্রথমদিন থেকে করেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই’। ‘বাংলায় বিক্ষোভ-মিছিল চলাকালীন প্রতি ১০ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে’। ‘বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার’। ‘ভ্যাকসিন দিয়ে করোনাকে হারিয়েছি, ধর্ষণের মতো ঘটনা চিরতরে সরাতে গেলে একমাত্র সমাধান অ্যান্টি রেপ বিল’। ‘বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সেই বিল ২ মাস পড়ে আছে রাষ্ট্রপতির কাছে’।



Source link