NOW READING:
ICC T20I Rankings: হারানো গদি ছিনিয়ে মসনদে ফের হার্দিক, সতীর্থের কাছেই চেকমেট সূর্যকুমার!
November 20, 2024

ICC T20I Rankings: হারানো গদি ছিনিয়ে মসনদে ফের হার্দিক, সতীর্থের কাছেই চেকমেট সূর্যকুমার!

ICC T20I Rankings: হারানো গদি ছিনিয়ে মসনদে ফের হার্দিক, সতীর্থের কাছেই চেকমেট সূর্যকুমার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে ঐতিহাসিক যুদ্ধের আগে আলোচনায় আইসিসি টি-২০ আই ক্রমতালিকা (ICC T20I Rankings)। বলা ভালো নজরে ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও তিলক ভার্মা (Tilak Varma)। হার্দিক তাঁর হারানো গদি ছিনিয়ে নিয়ে ফের মসনদে। তিনি আবারও হয়ে গেলেন বিশ্বের ১ নম্বর টি-২০ অলরাউন্ডার। বিগত পাঁচ মাসে এই নিয়ে দু’বার হার্দিক শীর্ষে। হার্দিক সরিয়ে দিলেন নেপালের দীপেন্দ্র সিংকে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেই হার্দিক পেলেন নিজের হারানো সিংহাসন। 

আরও পড়ুন: জো’বার্গে জোড়া ফলায় ফালাফালা সব রেকর্ড! রইল মাথা ঘোরানো পরপর পরিসংখ্যান…

হার্দিকের চেয়েও বেশি চর্চা হচ্ছে তিলককে নিয়ে। হায়দরাবাদের তরুণতুর্কী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছেন ১৯৮-এর স্ট্রাইক রেটে ২৮০ রান করে। এই প্রথম তিলক তাঁর কেরিয়ারে আইসিসি টি-২০ আই ক্রমতালিকা সেরা দশে এলেন। ৬৯ ধাপ এগিয়ে তিলক পিছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদবকেই। সূর্য এখন চারে। তিলক তিনে। তিনি এখন এই ফরম্যাটে সর্বোচ্চ রেটেড ভারতীয় ব্যাটার। আগামী বছর কিন্তু তিলক বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটার হতেই পারেন। কারণ মগডালে বসার চেয়ে তিনি আর ৫০ রেটিং দূরে। বোলারদের মধ্য়ে অর্শদীপ সিং চলে এসেছেন সেরা দশে। তিনি এখন ৯ নম্বরে। তাঁর ঠিক উপরেই স্পিনার রবি বিষ্ণোই। তিনি আছেন আট নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে সূর্যকুমারের টিম ইন্ডিয়া। এই সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্তিযোগ ঘটল।

আরও পড়ুন:  আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় কারা? এই তালিকায় আছেন রোহিতদের হেডমাস্টারও!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link