পোভোরিম: তাঁর বাবাকে বিশ্বের সর্বকালের শ্রেষ্ট ব্যাটার বলে চিহ্নিত করেন অনেকে। এমনকী, কিংবদন্তি লেগস্পিনার শ্যেন ওয়ার্ন (Shane Warne) বলেছিলেন, তিনি রাতে দুঃস্বপ্ন দেখতেন যে, তিনি বল করছেন, আর ব্যাট হাতে নির্মমভাবে সেইসব বল বাউন্ডারিতে পাঠাচ্ছেন সচিন রমেশ তেন্ডুলকর (Arjun Tendulkar)।
সেই সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর বল হাতে নজর কাড়ছেন। বাবার মতো ব্যাটার নন, অর্জুন অলরাউন্ডার। তবে বল করতেই বেশি পছন্দ করেন অর্জুন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বুধবার গোয়ার হয়ে বল হাতে ৫ উইকেট নিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট। অর্জুনকে নিয়ে স্বপ্ন দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
পোভোরিমে গোয়া ক্রিকেট সংস্থার অ্যাকাডেমির মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয়েছে গোয়া। বুধবার সেই ম্যাচেই অরুণাচল প্রদেশের ব্যাটিংকে তছনছ করলেন সচিন পুত্র। অর্জুনের দাপটে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে গেল অরুণাচল প্রদেশ।
বুধবার মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নিলেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তাঁর সেরা বোলিং। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অরুণাচল প্রদেশের অধিনায়ক নাবাম আবো। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে। প্রথম ওভারেই নাবাম হাচাংয়ের স্টাম্প উড়িয়ে দেন অর্জুন। কোনও রান করার আগেই ফেরেন হাচাং। অরুণাচল প্রদেশের আর এক ওপেনার নীলম ওবিকেও ফেরান অর্জুন। ২৬/২ হয়ে যায় অরুণাচল প্রদেশ।
২৫ বছরের অর্জুন এরপর জয় ভাবসারকে এলবিডব্লিউ করে দেন। তাঁর বলে উইকেটকিপার সমর শ্রাবণের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চিন্ময় পাটিল। অরুণাচল প্রদেশ ২৭/৪ হয়ে যায়। মোজি এতের স্টাম্প ছিটকে দেন অর্জুন। নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। তাঁর সঙ্গে সঙ্গত করেন মোহিত রেদকর। ১৫ রানে তিন উইকেট নেন তিনি। ৩১ রানে ২ উইকেট নেন কিথ পিন্টো।
এখনও পর্যন্ত চলতি রঞ্জি ট্রফিতে গোয়ার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অর্জুন। ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। সিকিমের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ব্যাট হাতে সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪২ রান করেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতেও ভাল কিছু করতে মুখিয়ে থাকবেন অর্জুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন