কলকাতা: অবসরের পর বাবা-মা কি পরিবারের ওপর বোঝা? যে বাবা মা নিজের সর্বস্ব দিয়ে বড় করে ছেলেমেয়েদের, তাদের কাছেই ব্রাত্য হতে হয় অবসরের পর? জনপ্রিয় বিনোদন চ্যানেল সান বাংলার (Sun Bangla) নতুন ধারাবাহিক ‘বসু পরিবার’ (Basu Paribar) বলবে এমনই এক গল্প। (New Serial Update)

অবসরের পর বাবা-মা পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়ায়?

একই পরিবার যেন দুই দলে বিভক্ত। একদিকে অবসর প্রাপ্ত বাবা ও মা। অন্যদিকে তাদের প্রশ্রয়ে বড় হয়ে ওঠা প্রতিষ্ঠিত সন্তানেরা। ‘বসু পরিবার’-এ যেন টালমাটাল অবস্থা। এই ধারাবাহিকের গল্প, পরিবারের সদস্যদের মধ্য়ে সম্পর্ক চিন্তার উদ্রেক করবে। এসভিএফের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকের সৃজনশীল পরিচালকের দায়িত্ব সামলেছেন অদিতি রায়।

‘বসু পরিবার’ ধারাবাহিক একটি পরিবারের মধ্যে থাকা বিভিন্ন সম্পর্কের জটিলতা তুলে ধরবে দর্শকের সামনে এবং এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে রাখবে, ‘আর্থিক ক্ষমতা কি পারিবারিক কাঠামোর মধ্যে কর্তৃত্বকে প্রভাবিত করে?’ ধারাবাহিকের গল্প অঞ্জন বাবুকে ঘিরে, যিনি স্কুল শিক্ষক। অবসরপ্রাপ্ত। নিজের গোটা জীবন তিন ছেলে ও দুই মেয়ের শখ-আহ্লাদ পূরণে, তাদের বড় করে তুলতে, মানুষ করে তুলতে ব্যয় করেছেন। অবসর গ্রহণের পর যখন আর্থিক টান পড়ে তার পকেটে, তখন ছেলেমেয়েদের ব্যবহারে গোটা দুনিয়া ওলটপালট হয়ে যায় অঞ্জনবাবুর। যে সন্তানদের নিজের সর্বস্ব দিয়ে বড় করে তুলেছেন, আজ তার প্রয়োজনে মুখ ফেরায় সেই সন্তানেরাই। তবে ব্যতিক্রম অঞ্জনবাবুর সর্বকনিষ্ঠ ছেলে দীপ্তেশ। একমাত্র সেই বাবা-মায়ের সঙ্গ ছাড়তে নারাজ, অথচ সেই আর্থিক দিক থেকে বাকি ভাইবোনেদের তুলনায় সবচেয়ে দুর্বল। বাবা মায়ের পাশে দাঁড়ায় সে। ধারাবাহিকের নায়ক দীপ্তেশের এমন কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ায় নায়িকা নীলা। যদিও প্রথমে সে বসু পরিবারে পা রাখে কুমতলব নিয়েই। কিন্তু ধীরে ধীরে অঞ্জন বাবুর হৃত গৌরব ফিরিয়ে আনতে এবং এই পরিবারকে টুকরো হওয়ার হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আরও পড়ুন: New Serial Update: মিষ্টি মধুর পারিবারিক সম্পর্ক ছোটপর্দায়, প্রচেত গুপ্তর গল্প অবলম্বনে নয়া ধারাবাহিক ‘মধুর হাওয়া’

এই ধারাবাহিক আবেগপূর্ণ গল্পের মাধ্যমে পারিবারিক মূল্যবোধ, দায়িত্ববোধ, প্রয়োজনের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর মতো বহু পুরনো অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা করবে। দর্শককে এক আবেগঘন সফরে এই ধারাবাহিক নিয়ে যাবে, কখনও তাঁদের হাসাবে, কখনও কাঁদাবে, কখনও হয়তো তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সঙ্গেও মিল পাবেন তাঁঁরা, আশা নির্মাতাদের। ধারাবাহিকে অভিনয় করতে দেখ যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। আগামী ৫ অগাস্ট থেকে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় এই ধারাবাহিক দেখা যাবে সান বাংলায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *