জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালার বন কর্মকর্তার সাহসী কর্মকাণ্ড উদ্ধার ১৬ ফুট লম্বা কিং কোবরা, ইন্টারনেটে তোলপাড়
কেরালায় দুঃসাহসী ফরেস্ট অফিসারের নিজের হাতে বিশাল কিং কোবরা উদ্ধারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা সুশান্ত নন্দের শেয়ার করা এই ফুটেজে দেখা যাচ্ছে যে পারুথিপল্লি রেঞ্জের অফিসার জি এস রোশনি স্বল্প স্রোতে সাপ ধরার লাঠি দিয়ে বিশাল সাপটিকে দক্ষতার সঙ্গে উদ্ধার করছেন। এই দৃশ্য স্বভাবতই ওই অফিসারের দুর্দম সাহসের পরিচায়ক।
আরও পড়ুন: Texas Flood: ভয়ংকর বন্যা, মৃত্যুমিছিল, নিখোঁজ একাধিক! হড়পা বানে ৮২ মৃত্যুতে শোকে ডুবেছে টেক্সাস
উল্লেখ্য, সাপটিকে এমন একটি স্রোতে দেখা গেছে যেখানে স্থানীয়রা প্রায়শই স্নান করে। পদক্ষেপ নেওয়ার পর, অফিসার সাবধানতার সঙ্গে একটি সাপ ধরার লাঠি দিয়ে বিষাক্ত সরীসৃপটিকে তুলে নিয়ে যান এবং পরে বনের গভীরে একটি উপযুক্ত জায়গায় ছেড়ে দেন। নাটকীয় উদ্ধারের ঘটনাটি ক্যামেরাবন্দী করা হয়েছে।
ফরেস্ট অফিসার জি এস রোশনি যদিও ৮০০ টিরও বেশি সাপ উদ্ধার করেছেন কিন্তু এটি তার প্রথম কিং কোবরা উদ্ধার, যার দৈর্ঘ্য ১৬ ফুট লম্বা।
ভিডিয়োটি ভাইরাল হয়েছে, নেটিজেনরা অফিসার রোশনির সাহসিকতা এবং সংযমের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করে তাদের প্রশংসা করেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার নিষ্ঠা এবং দক্ষতার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘রাণী রাজাকে সামলাচ্ছেন, তিনি কত অনুপ্রেরণাদায়ক। যাই হোক না কেন তার দায়িত্ব পালন করছেন।’
আরও পড়ুন: Jyoti Malhotra: পাকচর জ্যোতি কেরালা পর্যটনের মুখ! চুক্তি প্রকাশ্যে আসতেই বিপাকে বিজয়নের বাম-সরকার…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)