জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার প্রতিরক্ষাতেও কামাল মোদীর ভারতের। ক্ষমতায় আসার পর থেকেই আত্মনির্ভর ভারতের কথা বলে আসছিল বিজেপি। খুব স্বাভাবিক ভাবেই সেই আত্মনির্ভরতার মধ্যে প্রতিরক্ষাক্ষেত্রও ছিল। এবার সেই চেষ্টার ফলই জানা গেল। প্রতিরক্ষা-সরঞ্জাম তৈরিতেও এতদিনে আত্মনির্ভর হল ভারত। এতটাই যে, এবার ভারত প্রতিরক্ষার জিনিসপত্র রফতানি করতেও শুরু করেছে। এই প্রেক্ষিতে আগামী ৫ বছরে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের রফতানির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত। বার্ষিক ৫০ হাজার কোটি টাকা! গতকাল, রবিবারই একথা জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের আধিকারিকেরা।

আরও পড়ুন: Sawan Somvar 2024: অতি বিরল! এই শ্রাবণে দর্শন করে আসুন একই লিঙ্গে শিবপার্বতী! কষ্টিপাথরের অনিন্দ্যসুন্দর…

এই সংক্রান্ত রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৬৯১৫ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি হয়েছে। গত অর্থবর্ষের এই সময়কালের থেকে যা প্রায় ৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল থেকে জুনের মধ্যে ৩৮৮৫ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৩২.৫ শতাংশ বেড়েছে। ওই অর্থবর্ষে মোট ২১ হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি হয়েছিল। আগামী ২০২৮-২৯ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৫০ হাজার কোটি টাকা করার লক্ষ্য ভারতের।

আরও পড়ুন: SIM Card: আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এইসব সিম কার্ড, চালু হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম

ভারত বিশ্বের ৮৫টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে। একে বলে মিলিটারি হার্ডওয়্যার। ভারতের প্রায় ১০০টি সংস্থা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কাজে যুক্ত। মিশাইল, রকেট,সাঁজোয়া গাড়ির মতো নানা প্রতিরক্ষা সরঞ্জাম ভারত থেকে অমনেক দেশই কেনে। গত দশ বছরের বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি যেমন বেড়েছে, তেমনই প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা সরঞ্জামে আত্মনির্ভর ভারত বিশ্বের কাছে ভরসাস্থল হয়ে উঠছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *