NOW READING:
SSC: চিহ্নিত ‘অযোগ্যদের’ বাদ দিয়েই এসএসসি-তে নিয়োগ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
July 7, 2025

SSC: চিহ্নিত ‘অযোগ্যদের’ বাদ দিয়েই এসএসসি-তে নিয়োগ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

SSC: চিহ্নিত ‘অযোগ্যদের’ বাদ দিয়েই এসএসসি-তে নিয়োগ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
Listen to this article


অর্নবাংশু নিয়োগী: অযোগ্যদের বাদ দিয়েই এসএসসিতে নিয়োগ হবে। এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট আজ স্পষ্টভাবে জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ করতে হবে। যারা টেন্টেড অর্থাত্ অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না। অযোগ্য বলে চিহ্নিত কোনও প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে তার আবেদন বাতিল বলে গন্য হবে। অর্থাত্ তাদের ফর্ম বাতিল হয়ে যাবে।

এদিকে, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। নিয়োগে প্রক্রিয়ায় অংশ গ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াল রাজ্য ও কমিশন। 
এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের সওয়াল, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না।
এসএসসির ওই সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। পালটা সওয়ালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,  সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে।

এতবড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরেও এটা বলবেন? প্রশ্ন বিচারপতির। 
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও তদন্ত শেষ হয়নি। কিছু প্রমাণ হয়েছে ? কারো দোষ প্রমাণ হয়েছে ? কোন আইনে এদের আটকানো হবে ?

যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ংকর। দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে। মন্তব্য বিচারপতির। পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন ! মন্তব্য বিচারপতির।
কমিশনের সওয়াল, একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে। বেতন ফেরতের কথা বলা হয়েছে। এখন যদি আবার নিয়োগের অংশ নিতে না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন-অবিশ্বাস্য! আমাজনের ত্রাস দৈত্যাকার ভয়ংকর সবুজ অ্য়ানাকোন্ডা এবার কলকাতায়…

আরও পড়ুন-‘২১ জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে’! কেন এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের, তবে কি…
 
সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে কোন নিয়োগে অংশ নিতে পারবে না। তাদের শিক্ষকতার অভিজ্ঞতা কেড়ে নেয়নি। সওয়াল রাজ্যের।

যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। নির্দেশ আদালতের।

রায় নিয়ে আইনজীবী ফিরদৌস সামিম বলেন, বিচারপতি জানিয়ে দিয়েছেন যারা টেন্ডেড প্রার্থী তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যারা পরীক্ষায় বসার আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল হবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে তা স্পষ্ট। সেই জন্যই তাদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিলেন যাতে ঘুরপথে নিয়োগ করা যায়। বিষয়টি আদালত বুঝতে পেরেছেন তাই তাদের বাতিল করার নির্দেশ দিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link