NOW READING:
বিবাহিত প্রেমিকার বাড়িতে যেতেই TMC কর্মীর মাথায় গুলি ! ঘটনাস্থলেই মৃত্যু..
June 17, 2025

বিবাহিত প্রেমিকার বাড়িতে যেতেই TMC কর্মীর মাথায় গুলি ! ঘটনাস্থলেই মৃত্যু..

বিবাহিত প্রেমিকার বাড়িতে যেতেই TMC কর্মীর মাথায় গুলি ! ঘটনাস্থলেই মৃত্যু..
Listen to this article


মালদা: মালদায় খুন হয়েছিলেন এর আগে শাসকনেতা দুলাল সরকার। আবারও সেই মালদার মাটিতেই ঘটল মর্মান্তিক ঘটনা। ফের মালদায়  শ্যুটআউট, নিহত তৃণমূলকর্মী। প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হন তৃণমূলকর্মী সাদ্দাম হুসেন! এদিন ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়।

আরও পড়ুন, ‘মমতা সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি..’, খিদিরপুরে অগ্নিকাণ্ডে ‘ম্যান মেড’ তত্ত্ব শুভেন্দুর, ‘পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে..’ !

বিবাহিত প্রেমিকার বাড়িতে গিয়েই নিহত হন তৃণমূলকর্মী। মাথার গুলি করা হয় সাদ্দাম হুসেন নামক ওই শাসক কর্মীকে। নিহত তৃণমূলকর্মী আর তাঁর প্রেমিকা, ২জনই বিবাহিত । এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন হতে হয়েছে?। বলাইবাহুল্য গোটা ঘটনায় এখনও পরতে পরতে রহস্য। ঘটনা প্রকাশ্যে আসতেই  তৃণমূল নেতৃত্বের দাবি, ‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
 



Source link