জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবার মাইক ‘বন্ধ’ করে দেওয়া হয়েছিল। বৈঠক থেকে ওয়াকআউট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি। রাজনৈতিক বার্তা স্পষ্ট, মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: Serial Killer Raja Kolandar: নবাবি নরখাদক! ১৪ জনকে খুন করে খুলি ফাটিয়ে করোটিতে ঘিলুর স্যুপ, এই ভয়ংকর সিরিয়াল কিলারকে চিনে নিন…
নীতি আয়োগের পরিচালন সমিতি দশম বৈঠক। কবে? আগামীকাল, শনিবার। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের থিম, ‘উন্নত রাজ্য, উন্নত ভারত’। আলোচনা হবে উৎপাদন ও পরিষেবা, ক্ষুদ্র উদ্যোগ, গ্রামীণ ও শহরের কর্মসংস্থানের সুযোগ ও অচিরাচরিত শক্তি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।
এদিকে নীতি বৈঠকে যখন যোগ দিচ্ছেন দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসকরা, তখন ব্যতিক্রম বাংলার মুখ্যমন্ত্রী। যা কেন্দ্র-রাজ্য সম্পর্কে মোড় অন্য খাতে বইতে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক।
এর আগে, গত বছরের জুলাইয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। কিন্তু শেষপর্যন্ত ‘বলতে দেওয়া হয়নি’ বলে বৈঠক থেকে ওয়াকআউট করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছিলেন, ‘আমাকে বলতে দেওয়া হয়নি। আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়। আমি বলতে শুরু করার ৫ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক’।
মমতা বলেছিলেন, ‘এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয়। চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। অথচ আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়। বলতে শুরু করার ৫ মিনিট পরই মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক। আমি চললাম। প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয়।” মমতা আরও জানান, “রাজ্যগুলির স্বার্থে আমি এসেছিলাম। একা। বিরোধীদের কেউ আসেনি। সব বিরোধীদলের হয়ে কথা বলেছি।” এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস, আপ, ডিএমকে’।
আরও পড়ুন: Operation Mir Jafar: ডাক্তারির আড়ালেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! স্ত্রীর দাবি, ‘১০ বছর দাম্পত্যে…’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)