NOW READING:
কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে খুন বঙ্গসন্তান ! ফিরছে নিহত IB অফিসার মণীশের দেহ..
April 24, 2025

কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে খুন বঙ্গসন্তান ! ফিরছে নিহত IB অফিসার মণীশের দেহ..

কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে খুন বঙ্গসন্তান ! ফিরছে নিহত IB অফিসার মণীশের দেহ..
Listen to this article


মনোজ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া: কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের খুন, ঝালদায় ফিরছে নিহত IB অফিসারের দেহ। কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন গোয়েন্দা অফিসার মণীশরঞ্জন মিশ্র। আজ সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছয় কফিনবন্দি দেহ। নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়ার ঝালদার বাড়িতে।

আরও পড়ুন, পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের হামলা করতে পারে, ‘এমন খবর ছিল..’ ! প্রশ্নের মুখে নিরাপত্তা এজেন্সি

জঙ্গি হামলায় ঘরের ছেলের মৃত্যুতে প্রতিবাদ জানাতে আজ ঝালদা বাজার বন্ধ রাখার আবেদন জানিয়েছে ঝালদা নাগরিক মঞ্চ। শহরজুড়ে দোকানপাট বন্ধ, বাজার বসেনি। ঝালদার বেশ কয়েকটি জায়গায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় পতাকা নিয়ে বাইক মিছিল করছেন স্থানীয়রা। গত ২ বছর হায়দরাবাদে কর্মরত ছিলেন IB অফিসার মণীশ। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে সন্ত্রাসের বলি হয়েছেন। ঝালদা শহরে মণীশের প্রতিবেশীরা এখন দেহ ফেরার অপেক্ষায়।

 

আরও দেখুন



Source link