Mamata Banerjee: ‘দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক’ । ‘এই হৃদয় বিদারক ঘটনা দেখিয়ে দিল, যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি’ । কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলা বাড়তেই আজও দিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মে থিকথিকে ভিড়।
পাল্টা মারের দাওয়াই সুকান্তর । ‘মারের বদলা মার, চুপ করে বসে মার খাবেন না’ । কেউ মারলে পাল্টা মারবেন, শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে মন্তব্য সুকান্তর । বুধবার পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ-সভাপতির ঘর ভাঙচুর করে তৃণমূল । খুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ-সভাপতির নেমপ্লেট । সেই নেমপ্লেট লাগিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
+ There are no comments
Add yours