NOW READING:
আইপিএলে বিপর্যয়ের দায় বাংলার ক্রিকেটারের ঘাড়ে চাপালেন দিল্লি ক্যাপিটালসের কোচ!
May 22, 2025

আইপিএলে বিপর্যয়ের দায় বাংলার ক্রিকেটারের ঘাড়ে চাপালেন দিল্লি ক্যাপিটালসের কোচ!

আইপিএলে বিপর্যয়ের দায় বাংলার ক্রিকেটারের ঘাড়ে চাপালেন দিল্লি ক্যাপিটালসের কোচ!
Listen to this article


আইপিএলে সাড়া জাগিয়ে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা।

আইপিএলে সাড়া জাগিয়ে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা।

বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে হেরে যায় দিল্লি। সেই সঙ্গে প্লে অফের স্বপ্নভঙ্গও হয়।

বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে হেরে যায় দিল্লি। সেই সঙ্গে প্লে অফের স্বপ্নভঙ্গও হয়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা সময় পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২ ওভারে ম্যাচের লাগাম হাতছাড়া হয়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা সময় পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২ ওভারে ম্যাচের লাগাম হাতছাড়া হয়।

শেষ ২ ওভারে ৪৮ রান খরচ করেন দিল্লি ক্যাপিটালসের দুই পেসার - মুকেশ কুমার ও দুষ্মন্ত চামিরা।

শেষ ২ ওভারে ৪৮ রান খরচ করেন দিল্লি ক্যাপিটালসের দুই পেসার – মুকেশ কুমার ও দুষ্মন্ত চামিরা।

১৯তম ওভারে ২৭ রান খরচ করেন বাংলার ডানহাতি পেসার মুকেশ কুমার। যা নিয়ে তাঁকে কাঠগড়ায় তুললেন দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি।

১৯তম ওভারে ২৭ রান খরচ করেন বাংলার ডানহাতি পেসার মুকেশ কুমার। যা নিয়ে তাঁকে কাঠগড়ায় তুললেন দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি।

হারের দায় বাংলার পেসারের ওপর চাপালেন ক্ষুব্ধ বাদানি। ছাড়েননি শ্রীলঙ্কার পেসার চামিরাকেও।

হারের দায় বাংলার পেসারের ওপর চাপালেন ক্ষুব্ধ বাদানি। ছাড়েননি শ্রীলঙ্কার পেসার চামিরাকেও।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানে পরাজয়ের পর বাদানি বলেন, '১৮তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তারপরই বেরিয়ে যায় শেষ ২ ওভারে।'

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানে পরাজয়ের পর বাদানি বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তারপরই বেরিয়ে যায় শেষ ২ ওভারে।’

বাদানি বলেন, 'আমরা বুঝতে পারছিলাম পিচ মন্থর। সেখানে গতির হেরফের করতে হতো। মুকেশের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বোলার সেটা বুঝতে পারল না।'

বাদানি বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম পিচ মন্থর। সেখানে গতির হেরফের করতে হতো। মুকেশের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বোলার সেটা বুঝতে পারল না।’

বাদানির মতে, মুকেশ-চামিরাদের ভুল কাজে লাগাতে কসুর করেননি সূর্যকুমার যাদব। যেটা তাঁর মতো তারকার কাছে প্রত্যাশিত।

বাদানির মতে, মুকেশ-চামিরাদের ভুল কাজে লাগাতে কসুর করেননি সূর্যকুমার যাদব। যেটা তাঁর মতো তারকার কাছে প্রত্যাশিত।

৮ কোটি টাকা পাওয়া মুকেশ আইপিএলে ১১ উইকেট নিয়েছেন। ওভার প্রতি ১০.১১ রান করে খরচ করেছেন তিনি। - আইএএনএস

৮ কোটি টাকা পাওয়া মুকেশ আইপিএলে ১১ উইকেট নিয়েছেন। ওভার প্রতি ১০.১১ রান করে খরচ করেছেন তিনি। – আইএএনএস

Published at : 22 May 2025 11:20 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন



Source link