NOW READING:
Maoist Killed In Chhattisgarh: যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!
February 9, 2025

Maoist Killed In Chhattisgarh: যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!

Maoist Killed In Chhattisgarh: যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  ছত্তীসগড়ের ফের মাওবাদী দমন অভিযানে সাফল্য। যৌথ বাহিনীর সঙ্গে গুলির  লড়াইয়ে খতম ৩১ জন মাওবাদী! পাল্টা হামলায় অবশ্য প্রাণ হারিয়েছেন যৌথবাহিনীর ২ সদস্যও। আহত আরও ২। এবার বিজাপুর জেলায়।

আরও পড়ুন:  Terrible Fire Incident: ভয়ংকর অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একের পর এক হোটেল-দোকান…

চলতি বছরের জানুয়ারি থেকে ঝাড়খণ্ডের বস্তারে নতুন করে অভিযানে নেমেছে যৌথবাহিনী। তল্লাশি চলছে  বিজাপুর, সুকমার , নারায়ণপুর,দান্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড় ও জঙ্গলেও।  পুলিস সূত্রে খবর, গত শুক্রবার  বিজাপুরের জঙ্গল মাওবাদী উপস্থিতির খবর মেলে। এরপরই ওই এলাকায় একযোগে অভিযান শুরু করে সিআরপিএফ, ছত্তীসগঢ় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিট। গতকাল শনিবার রাতে থেকেই চলছে গুলির লড়াই। এখনও পর্যন্ত ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।

এর আগে, বস্তারের জঙ্গলে মাওবাদীদের উপর আঘাত হেনেছিল যৌথবাহিনী। কবে? চলতি বছরের ২১ জানুয়ারি। সেবার গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয়। নিহত হন কমপক্ষে  ১৪ জন মাওবাদী। মৃতদের তালিকায় ছিলেন মাওবাদী নেতা জয়রাম ওরফে চালাপাতি। মাথার দাম ছিল ১ কোটি টাকা। উদ্ধার হয়  প্রচুর অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার। বস্তুত, গত বছরের সেপ্টেম্বরেও বস্তারের জঙ্গলে  এনকাউন্টারের মৃত্যু হয়েছিল ৯ মাওবাদীর। 

আরও পড়ুন: Delhi Election Result 2025: বিজেপি না আপ? দিল্লির ‘বাঙালি’ এলাকার কোথায় কে জিতল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link