NOW READING:
Mumbai: ঘরেই একফালি ‘চিড়িয়াখানা’! ফ্ল্যাট থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার সাপ…
November 16, 2024

Mumbai: ঘরেই একফালি ‘চিড়িয়াখানা’! ফ্ল্যাট থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার সাপ…

Mumbai: ঘরেই একফালি ‘চিড়িয়াখানা’! ফ্ল্যাট থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার সাপ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চারিদিকে খাঁচা, কোথাও প্লাস্টিকের বক্স। ফ্ল্যাটের তিনটি ঘর ভর্তি সরীসৃপ এবং সাপ! এইভাবে ওরাংওটাং থেকে পাইথন ঘরের মধ্যে ভর্তি করে রাখা। একনজরে মনে হবে আপনি যেন ছোটখাটো একটি চিড়িয়াখানায় চলে এসেছেন। কিন্তু কেন ওদের এইভাবে রাখা হয়েছে ? কীভাবেই বা দেখভাল করা হত ওদের। এই সমস্ত প্রশ্নের উত্তর জানলে আঁতকে উঠবেন আপনিও। 

আরও পড়ুন:  Uttar Pradesh: অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু! কী ভাবে আগুন হাসপাতালে? কার গাফিলতিতে? এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে…

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুম্বাইয়ে। গোপন তথ্যের পেয়ে তদন্ত নেমেছিল পুলিস। সেখানে থেকেই মুম্বাইয়ের ডোম্বিবলির একটি ফ্ল্যাটে পৌঁছায় বনদপ্তর। ওই ফ্ল্যাটের তিনটি ঘরেই যা দেখলেন বনদপ্তর এবং পুলিস তাতেই চক্ষুচরকে ওঠে তাঁদের। ঘর খুলে যখন লাইট জ্বালানো হয় তখনই তাঁরা দেখতে পান খাঁচায় বাঁধা রয়েছে ‘ওরাংওটাং’, বিভিন্ন প্লাস্টিকের বক্সে রাখা প্রায় ১০ লক্ষ টাকার সাপ। এছাড়াও আরও বিরল প্রজাতির কিছু সরীসৃপ।

বনদপ্তর সূত্রে জানা যায়, ১৫ ধরনের সাপ প্লাস্টিকের বাক্সে বন্ধ করে রাখা ছিল। যার মধ্যে রয়েছে পাইথন এবং ইগুয়ানা। এমনকি বেশকিছু ইগুয়ানা ছিল যার দাম প্রচুর এবং বিক্রি নিষিদ্ধ। জানা গিয়েছে, মাত্র ৬ মাস আগেই একজন এই ফ্ল্যাটে আসেন। উদ্ধার করা সরীসৃপের মধ্যে রয়েছে বল পাইথন যা একমাত্র নর্থ এবং সেন্ট্রাল আফ্রিকাতেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে একটি ইগুয়ানা, ৬ টি কচ্ছপ, একটি ভারতীয় প্রজাতির কচ্ছপ যা খুবই বিরল। যদিও গোটা ঘটনায় তদন্ত করছে পুলিস। যদিও এখনও মূল অভিযুক্ত ধরা পরেনি। কোনভাবে আগেই খবর পেয়ে পালিয়ে যায় সে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link